মাহবুব মোর্শেদ-এর কবিতা 🌼



মাহবুব মোর্শেদ-এর কবিতা

কোথাও হয়তো নির্জন হয়ে আছে 

এই রাতও

শব্দ করে শিশির পড়ছে 

কাঁঠাল পাতার ওপর

মানুষের মুখ থেকে ভাপ বেরুেচ্ছে

যেন উনুন থেকে মাত্র নামানো হলো

এক পাতিল ভাত

ডিম ভাজার মৌ মৌ গন্ধ 

ছড়ায়ে গিয়েছে গভীর রাতে

পাড়াগ্রাম জুড়ে

ধানের শীষে

প্রতিটি দানার ওপর জল

জমে আছে

হয়তো কোথাও শব্দহীন গভীর রাতে

উঠেছে মরণ চাঁদ

ধান ক্ষেতকে মনে হচ্ছে নদী

নদীকে মনে হচ্ছে বাঁকা গ্রামের রাস্তা

সব এলোমেলো হয়ে যাচ্ছে জোছনায়

টুপটুপ করে ঝরে পড়ছে শিশির

এই দুনিয়ায়

নদী নিরবে বয়ে যাচ্ছে 

যেন এই হিম বাতাসের ভেতর

নির্জন রাতের চাঁদ

উথালপাতাল ঢেউ লাগিয়ে দিয়েছে

সর্বনাশ হচ্ছে 

কোথাও হয়তো একদম নিরব হয়ে আছে চরাচর

অনেক দূর থেকে 

কিছুটা আভাস আমিও পাচ্ছি

টের পাচ্ছি কিছু স্পষ্ট আলামত



মাহবুব মোর্শেদ -এর কবিতা

কিছুই ভাল লাগে না

এরকম দিনে।

দূরের একটা অচেনা জায়গায়

যাবো যাবো করেও


যাওয়া হয় না কোনোদিন।


যেখানে ঘন আমবাগানের ধারে

সূর্য ডোবার সময় 

কোকিল ডাকে।


একবার মনে হয়

চলে যাই

একবার মনে হয় থাকি


বসন্ত আসার আগে 

এমন হয়। শীত যাবার আগেও এমন হয়।


আসলে তো বসন্ত ফসন্ত কিছুই না

একটু মন কেমন করবে

আর কী? আর কিছুই না।


যা ছিল তাই


কোনো কারণ ছাড়া

মন খারাপ থাকার পর

সব ঠিক হয়ে যাবে


চলবে আগের মতো


শুধু মনে হবে কোথাও চলে যাই


হয়তো কোনো মটরশুটি ক্ষেতের পাশে

গ্রামের বাজারে পেঁয়াজু ভাজার গন্ধ

ঠান্ডার মধ্যে লোকে 

চা খেতে খেতে আলু নিয়ে গল্প করছে


নদীর পর

দীর্ঘ সবুজ গম ক্ষেত


ওইসব জায়গায় গেলেও আসলে 

কাজ হবে না

তাই বসে আছি

বিষাদের জানালার ধারে 

নেমে আসা সন্ধ্যার মতো


কখন যে সন্ধ্যা হয়

বুঝতে পারি না


যখনই আনমনা হয়ে যাই

বুঝতে পারি বাইরে সন্ধ্যা নেমেছে।


কয়েকদিন টানা মন খারাপ থাকলে

মনে হয় বসন্ত আসছে।


কোথাও কোনো কোকিল 

ডেকেছে নিশ্চয়ই।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন