●
দেয়ালে ঝুলন্ত বহু পুরাতন একটা চিত্রকর্মের ভেতর থেকে
ভুরভুর বেরিয়ে আসছে
অগণন দিন মাস বছর
সম্পূর্ণ একটা শতাব্দী বেরিয়ে এসে দেখাচ্ছে বিকশিত দাঁত
স্মৃতিবর্তমান স্মৃতিভবিষ্য মিলেমিশে একাকার—
আসন্ন সন্ধ্যার দিকেদিগন্তে উড়ছে তীর-ধনুক ও বিচিত্র পালক
আজ পাখিবরণের রাত
সবুজ ও লাল বৃষ্টিক্ষণ
গান হবে, সত্যকে বাণীতে আড়াল রেখে আজ সুরারোপিত হবে
মিথ্যার; ইতিহাস ও রূপকথার সাদৃশ্য নিয়ে তর্ক হবে কিছুক্ষণ—
শেকড়হীন আপাত-চিরঞ্জীব বৃক্ষেরা এসে শাসিয়ে যাবে আমাদের
কিছু বলবো না, চুপ করে থাকবো
অপেক্ষা করবো হিরন্ময় প্রত্যূষের
গুপ্ত-কামারশালায়, কুঠার ও করাত বানাবো আজ সারারাত—
●
পাখিবরণের রাত ।। রহমান হেনরী
১ আষাঢ় ১৪২৩ বঙ্গাব্দ, ১৫ জুন ২০১৬ খ্রিষ্টাব্দ
আদাবর, ঢাকা-১২০৭
....
.
চাঁদ ও সূর্য:
এ দু’য়ের মধ্যে কোনওটাই বেছে নিইনি
প্রত্যূষ বা গোধূলির মধ্যেও কোনওটাই না
ফলহীন অথচ পত্রবহুল গাছের তলায়
অনাহারে ঘুমিয়ে পড়েছিলাম, দুপুরে
গাছ ভেঙ্গে পড়লো; তারপর অগ্নিকাণ্ড
ঝড় বা বাতাস কিছুই স্বীকার করছে না
বঙ্গোপ বলছে সে-ও বেড়াতে গেছিলো
ভারত মহাসাগরে; অথচ দুর্ঘটনা...
টানেল পেরিয়ে, আরাকানের বুক চিরে
শাই শাই ছুটে যাচ্ছি কুনমিংয়ের দিকে
এবং লোকেরা যা-তা বলছে। বলছে যে,
মৃতদেহ অথচ কী নির্লজ্জ ভ্রমণ-পিপাসা
জীবন ও মৃত্যুর মধ্যে, কাকে বেছে নেবো?
. .
ইতিহাস মাড়িয়ে এসেছি
শ্রমজীবী মানুষের স্বপ্নগুলো__ নগ্ন উন্মাদ
প্রগলভ মানুষের ঢিল খাচ্ছে বিভিন্ন সড়কে;
গিরিখাতে মাঝারি পাহাড় হয়ে
স্তূপীকৃত মানুষের অস্থি ও করোটি
নীল রঙে জাগে;
এ্ইসব ঠেলেঠুলে
কাঁকর-বিছানো পথ
বেল কাঁটা
বন্ধুত্বের আশ্বাসবিহীন দিনে
অগণিত ফণী-অধ্যুষিত বন
বিরুদ্ধ জ্যোৎস্নার রাত
খালি পায়ে পার হয়ে
প্রাসাদের নিকটে এসেছি__
এসে দেখছি, ভয়ানক ডাইনীকে
মহান সম্রাজ্ঞী বলা হয়।
.....
. .
বোমার চে’ বিকট শব্দে ফুটছে ফুল
আর আমি তোমাকে বলছি মঞ্জুল
কণ্ঠস্বরে
নির্বাসন থেকে দুর্দান্ত ফিরবোই ঘরে
হবেই তো, আমাদের দেখা হবে মার্চে
ফুটন্ত ফুল বলছে: সমাগত দিন
ওগো বান্ধবী, বিধবা ও কঠিন রঙিন
উপযুক্ত মাস কোনও আছে না-কি তারচে’
সশব্দে সময় ফুটছে, বিকটে, বোমার চে’
আসমান ও হাওয়ায় বাজছে নীলকণ্ঠ-বাঁশি
স্বদেশের কৃষ্ণ-সামিয়ানা ছিঁড়ে নেমে আসি!
নিষ্ঠুরতা বেশিই শিখেছিলাম তোমার চে’
কিন্তু তার নমূনাও দেখাবো না,
সোনা,
খুব ভালো, খুবই মমতাবেসে,
তোমাকে পাঠিয়ে দেবো: সর্পমহাদেশে....
.
.
[আহ প্রেম, প্রণয়ের মাস ।। রহমান হেনরী]
....
সেই প্রাজ্ঞগণ [দ্য ম্যাজাই] ।। লুইজ গ্লুখ
.
জগতের শেষপ্রান্ত অভিমুখে, নিরাভরণ সেই
শীতের শুরুতে, আবারও যাত্রা শুরু করলো তারা।
কত কত শীতে আমরা দেখেছি এসব,
দেখেছি তারা পেরিয়ে যেতেই সেই একই সংকেত এগিয়ে এলো
গমণপথের চার পাশে গজিয়ে উঠলো অসংখ্য নগরী তাদের স্বর্ণ
খোদিত হলো মরুপ্রান্তরে, এবং এখনও
মুঠোবন্দী আমাদের শান্তি, এই-ই
প্রাজ্ঞ হয়ে ওঠা, প্রথাগত সময়ে দেখতে আসা
কিছুই বদলালো না: বাড়ির ছাদগুলো, শস্যগোলা
অন্ধকারে জ্বলছে, যা কিছু তারা দেখতে বাসনা রাখে।
.
#বাঙলায়ন: #রহমানহেনরী
.
The Magi by Luise Gluck
.......