হুমায়ূন আহমেদ এর সেরা কিছু প্রবচন

 হুমায়ূন আহমেদ এর সেরা কিছু প্রবচন


কেউ কাউকে ছাড়া বাঁচবে না এটা খুব বাজে রকমের মিথ্যে কথা! সবাই বাঁচে খুব ভালো ভাবেই বাঁচে, মরে যায় শুধু স্বপ্নগুলো!'🌸
___ হুমায়ূন আহমেদ

"মানুষের সমগ্র অতীত তার চেহারায় লেখা থাকে | যারা সেই লেখা পড়তে পারে তারা মানুষকে দেখেই হুড়হুড় করে অতীত বলে দিতে পারে"।
--হিমুর দ্বিতীয় প্রহর।

ভালোবাসা চিরদিন বেঁচে থাকে
কখনো কবিতা হয়ে,কখনো গল্প হয়ে,
কখনো স্মৃতি হয়ে, কখনো আবার কারো চোখের জল হয়ে।
~ হুমায়ূন আহমেদ

আমরা যাদের পছন্দ করি, তাদের কড়া কথাও আমাদের ভালো লাগে।
—হুমায়ূন আহমেদ (এইসব দিনরাত্রি)

ভাঙ্গা মন নিয়ে যিনি হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া দুষ্কর 
- হুমায়ুন আহমেদ

মন ভালো থাকলে, সব কিছুই ভালো লাগে। আর মন খারাপ থাকলে, ভালোটাও খারাপ লাগে। এটাই মনে হয় প্রকৃতির নিয়ম।
---হুমায়ূন আহমেদ

প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া। তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের একটা বিরাট অংশ দখল করে নেবে। যদি কোনো কারণে সে তোমাকে ছেড়ে চলে যায় তবে সে তোমার জগতের ঐ বিরাট অংশটাও নিয়ে যাবে। তুমি হয়ে পড়বে শূণ্য জগতের বাসিন্দা।।
হুমায়ুন আহমেদ

পুরুষদের আহত করার কৌশল মেয়েরা খুব তাড়াতাড়ি শিখে ফেলে এবং তা ব্যবহারও করে চমৎকার ভাবে! কেউ তার প্রতিভার বাইরে যেতে পারে না।" (দূরে কোথাও)
হুমায়ুন আহমেদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন