ফকিন্নির পোলা - সজল আহমেদ

 ফকিন্নির পোলা

ফারজানা

তোমার তো সব জানা

মিথ্যা বাঁড়া মিথ্যা 

“চাচ্ছি তোমায় ভিক্ষা”

আমিও যে কষ্ট পাই

ধোনের কথার ভিত্তি নাই!

মিথ্যা বাঁড়া মিথ্যা 

চৌ কেলাশের শিক্ষা

দীক্ষা নিছি দীক্ষা

আমার যেসব সার্টিফিকেট 

চিড়ছি সেসব, পুইড়া সেসব—

চুদছি সনদ শিক্ষা। 

আমার নাকি কষ্ট লাগে

আমার নাকি হৃদয় আছে

আমার যেসব আবেগ-টাবেগ

চুদছি সেসব বহুত আগে...

ফারজানা 

তোমার তো সব জানা

তোমার কষ্ট জিরো জিরো, আমার কষ্ট মিসাইল বেগে পুড়ছে ষোলোআনা —

তোমার ব্যাংকে অর্থ বোঝাই, আমার তো নাই কড়ি-কানা

তোমার প্যাকেট সিগারেট ভর্তি, আমার প্যাকেটে একখানা

ভুলে সিগারেটের পুটকি ধরিয়ে ফেলার কষ্টের— তুমি কি বুঝবা ফারজানা?

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন