শহীদ জিয়া
মোঃ মোজাম্মেল হক
যতদিন রবে বঞোপ সাগরে,
উত্তাল স্রোতে ঢেউ,
শহীদ জিয়া তোমার এই নাম,
ভুলবনা মোরা কেউ।
সবুজ বাংলার,
ধানের শীষে,
জিয়া তুমি,
আছ মিশে।
বাংলার যত খাল, বিল,নদী,
সব তোমারি অবদান,
তাই ত তুমি ঢেউ এ ঢেউ এ আছ,
শহীদ জিয়াউর রহমান।
মিশে আছ তুমি, ভোরের শিশিরে,
মিশে আছ তুমি ঘাসে,
মিশে আছ তুমি, গরিবের মনে,
মিশে আছ বাতাসে।
স্বপ্ন তোমার, সোনার বাংলা,
স্বপ্ন সোনার দেশ,
স্বপ্ন ছিল গড়তে বাংলা-
ছিল স্বপ্নেরই উন্মেষ।
এ প্রান্ত থেকে- ঐ প্রান্ত আর,
টেকনাফ - তেতুলিয়া......
মিশে আছ তুমি, আকাশে-বাতাসে,
শহীদ প্রেসিডেন্ট জিয়া।
গড়েছিলে তাবু, বিরুদ্ধে অন্যায়,
চিন্তা চেতনা দিয়ে,
সোনালি স্বপ্ন তোমার ই ছিল,
এই সোনার বাংলা নিয়ে।
তত দিন রবে, তোমার এই নাম
যত দিন রবে দম;;
ভালবাসা-আর মায়াজালে আছ,
বুকে আছ একদম।
জিয়াউর রহমান কে নিয়ে কবিতা —তুমি ছিলে তুমি আছ
ফেরদৌসী খানম রীনা
তুমি ছিলে তুমি আছ হে জিয়াউর রহমান
প্রতিটি বাঙালির মনে,
আজও তোমার স্মরণে
কাঁদে বাঙালি প্রতি ক্ষণে ক্ষণে।
এ বাংলায় মিশে আছ তুমি
প্রতিটি বৃক্ষ, লতা-পাতায়,
আকাশে, বাতাসে আর মাটিতে
রবে আজীবন বাঙালির চেতনায়।
বাংলার আকাশে তুমি
উজ্জ্বল নক্ষত্র,
তোমার ভালোবাসা ছিলো
বাঙালির তরে খাঁটি ও পবিত্র।
তোমার অবদান বাংলার তরে
রবে অম্লান-অমলিন,
বাঙালি রাখবে স্মরণ
তোমায় চিরদিন।
তুমি জাগালে প্রেরণা
মাতৃভূমির জন্য,
তাইতো বাঙালি দেশের তরে
জীবন দিয়ে হলো ধন্য।
কি নির্মম, নিষ্ঠুর ঘাতকবাহিনী!!
নিল প্রাণ নিষ্ঠুর হাতে,
বাংলার আশার প্রদীপ
নিভিয়ে দিল ৩০ মে।
সেই সাথে নিভে গেল
বাঙালির হাজার স্বপ্ন,
উজ্জ্বল ভবিষ্যতের সুখের দিন
আর হারালো এক রত্ন।..