অপমান - ইমতিয়াজ মাহমুদ

 অপমান

মানুষের লাথি খেতে খেতে বড় হয়েছি

তবু এখনো এতে ঠিক অভ্যাস হলো না।

প্রতিটি লাথিকেই মনে হয় প্রথম লাথি

গলাধাক্কাগুলোও থাকে একইরকম নতুন।

এখনো অভ্যাস হলো না অহেতুক চড়ে

প্রতিবারই বুক কাঁপে, ভারসাম্য হারাই,

মাথাটা এদিক থেকে ওদিকে যায় সরে।

প্রতিবারই বুক কাঁপে, ভারসাম্য হারাই,

আমার মাথা মানুষের পায়ে পায়ে ঘোরে!

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন