নজরুলের সকল কবিতার বই ও সংগীত এর ইবুক PDF Download

 কাজী নজরুল ইসলামের সম্পর্কে আমরা অনেক কিছু জানি, তাই আর নতুন করে পুরাতন কিছু লিখছি না। প্রথম যখন কাজী নজরুল ইসলামের গান শুনি তখন থেকে তাঁর গানের প্রতি ভাললাগা জন্মে যায়। নজরুল গীতির প্রতি ধীরে ধীরে আগ্রহ বাড়তে থাকে। আগ্রহের মাত্রা এতো বেশি ছিল যে তখন থেকে তাঁর গান সংগ্রহ করে করে রাখলাম। এখনো আরো অনেক গান আছে যা আমার কাছে নেই। যাঁর গানের কথা সুন্দর তাঁর গল্প, কবিতা নিশ্চয়ই অসুন্দর হবে না, তারপর থেকে নজরুলের কবিতা, গল্প পড়ার জন্য প্রথমে লাইব্রেরী থেকে কয়েকটা বই কিনলাম। ভালো লাগল বলে পরে ইন্টারনেটের বিভিন্ন সাইট থেকে কয়েকটি বই ডাউনলোড করে গল্প, কবিতা, গানের, উপন্যাস, প্রবন্ধ মিলিয়ে ২৫টি বই পেয়েছি সব নামিয়ে নিলাম। সময় পেলে এগুলো পড়ি। নিচে শিরোনামে ক্লিক করলেই ডাউনলোড লিঙ্কে চলে যাবে।

কবিতা

কবিতা ও সংগীত

সংগীত
১। বুলবুল (১৯২৮)
২। সন্ধ্যা (১৯২৯)
৩। বনগীতি (১৯৩১)


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন