ইমতিয়াজ মাহমুদ এর ছোট কবিতা সংগ্রহ

 দুই পয়সার কাচের হও, অথবা খুব দামি,

মৃত ফুলকেই পাবে তুমি, শোনো ফুলদানি!


মুখ বলছে চলে যাও, চোখ বলছে থাকো,

দুটি কূল ঠিকই আছে, ভাঙা শুধু সাঁকো।


এপ্রিল/২০১৬


ব্যর্থ এসব কবিতা আমি লিখি যার অভিশাপে,

আমার কবর খুঁড়ে রেখো—তার হৃদয়ের মাপে।


হতভাগ্য কড়া নেড়ে যায়— দরজায় তবু খিল,

শত্রুর লাঠিতে সাপ মেরে সে বন্ধুর বিষে নীল।


সব মানুষই ঘরে ফেরে—অন্য মানুষ হয়ে,

চেনা নদী বদলে যায় সামান্য এক ঢেউয়ে।






2 মন্তব্যসমূহ

  1. কবির অনুমোদন আছে এই লেখাগুলো প্রকাশে?

    উত্তরমুছুন
  2. না তা নেই৷ তবে কবির এই লেখাগুলো নামবিহীন ভাবে এত ছড়িয়ে আছে যে তারচে কবি ইমতিয়াজ মাহমুদ এখানে তাঁর নাম সহকারে দেখলে নিশ্চই খারাপ ভাবে নেবেন না৷ কারণ আমার ব্যবসায়ের উদ্দেশ্যে লেখাগুলো সংগ্রহ করিনি বরংচ মানুষ যাতে কবির লেখাগুলো সহজেই পেতে পারে সেই প্রয়াসেই এই সংগ্রহ। তবে কবি যদি তাঁর লেখা সংগ্রহে অনুমতি না দেন আমরা সড়িয়ে নেবো৷ আমাদের ইমেইলঃ bengalbhai1@gmail.com

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন