হাফেজের আত্মদান
বাঁধিতে হরিণ হিয়া কোথা হতে এলো প্রিয়া
তোমার অলকে এত ফাঁস,
তোমার নয়ন-কূপে স্বপনেরা বাধ্যরূপে
নীরবে গোপনে করে বাস।
তব---চিকন চাঁচর চুলে চামেলি চমকি উঠে,
‘আদিন’ –প্রবাল গুলি ও-অধরতটে লুটে,
সুরার সুরভি সুর শিরায় শোণিতে ছুটে
মদালস তব মৃদুহাস।
শীত বায়ু-চঞ্চল তব পীত অঞ্চল
বিতরিছে আতরে বাস।
প্রিয়ে---তব রূপ রশনিতে সবার গরব গুঁড়া,
হুরী পরী গড়াগড়ি লুটায় হীরার চূড়া।
লাজে হেম ঊষা ম্লান জ্যোছনা শ্যামায়মান,
বাগে বাগে গোলাপ হতাশ,
মিছে আভরণ ফেলি পিছে আভরণ ঠেলি,
কর যদি সুষমা প্রকাশ।
তব---গমন-পথের ’পরে পাতি’ দেই এই হিয়া,
ঘুমালে চরণরেণু রুমালে মুছাই প্রিয়া।
ও স্মিত কপোল-কূপে পরাণ সঁপিয়া দিয়া,
নিবারিত মরুভূ-পিয়াস,
তব তনু লতিকার ছোঁয়া পেতে একবার
হ’তে পারি চির ক্রীতদাস।
Tags
কালিদাস রায়