আবু মুস্তাফিজ হাসান এর কবিতা

 

ছবিঃ ফেসবুক 

বিজ্ঞান ও পবিত্র ঘুড়ার ডিম

বিজ্ঞান ও পবিত্র ঘুড়ার ডিমের কাছে যে সমস্ত পাপ জমা ছিল

তা গভীর জলে ভাসিয়ে দিয়ে আমি একটা নৌকা সেজেছি
আর মাঝি বানিয়েছি খুব সুন্দরী একটা মেয়েকে
বলেছি...সময় পেলেই তুমি আমার নৌকায় শুয়ে থাকবে ও আকাশ দেখবে
জানো তো নৌকায় শুয়ে আকাশ দেখা একটি উত্তম কাজ
কিন্তু সুন্দরী মাঝি সাজতে চায় না
চায় জলে ঝাপিয়ে পড়তে
যদিও আমি তাকে ভয় দেখিয়েছি..জলে কুমির আছে
ওরা তুমাকে পান করবে নির্দয় আলুর দমের মতো
তবু মেয়ে কথা শুনে না
জলে ঝাপিয়ে পড়তে চায়
আমি তাকে বাধা দেই
সে আমার হাত কামড়ায়
আমি ব্যথায় উহ করে উঠি সে খিলখিল হাসে
হামি তাকে বলি..ঠিকঠাক হাল ধরো জোরে বৈঠা মারো
হামি দ্রুতগতিতে এগিয়ে যেতে চাই
সে কুমিরকে ডাকে বলো,,প্রিয়তম আমাকে নিয়ে যাও

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন