ছড়াঃ ঠক-ঠকাঠক করছে কে? কাঠঠোকরায় তাল ঠোকে

 ঠক-ঠকাঠক করছে কে? কাঠঠোকরায় তাল ঠোকে।।

নড়বড়ে হাতপায়ে তড়বড়ে হামা
শীত কিবা বর্ষায় গায়ে নেই জামা ।
কালি মাখে, ধুলি মাখে, রেগে গেলে কাঁদে
কোলে নিই, মুছে দিই আমাদের চাঁদে ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন