উপকথা ৩

 উপকথা ১৮

.

এক লোক রাস্তার পাশে কমলা বিক্রি করতো। লোকটা ছিলো অক্ষরজ্ঞানহীন। পত্রিকা পড়তে পারতো না। ফলে তার কাছে দুুুুনিয়ার কোনো খবরও ছিলো না। সে সারাদিন তার কমলার স্বাদ আর ঘ্রাণের গুণগান করে তা বিক্রি করতো।

সবাই তার কাছ থেকে কমলা কিনতো। ফলে তার ব্যবসা খুব দ্রুত বড় হতে থাকে।

.

এমন সময় একদিন তার ছেলে শহর থেকে তার সাথে দেখা করতে এলো। ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে। আবার পত্রিকাও পড়ে।

সে তার বাবাকে বললো, ‘পৃথিবী খুব কঠিন সময়ে পার করছে। দেশের অর্থনীতি ডুবে গেছে। ব্যবসার বিষয়ে আপনার এখনই সতর্ক হওয়া উচিত।

.

ছেলের কথা শুনে লোকটা দুঃশ্চিন্তায় পড়লো। সে ভাবলো লোকজনের হাতে পয়সা না থাকলে তারা ভালো কমলা কেনবে কীভাবে? সে তখন তার দোকানে কম দামি কমলা তুললো। যেগুলোর ঘ্রাণ বা স্বাদ কোনোটাই আর আগের মতো ছিলো না।

কমলার কোয়ালিটি খারাপ হওয়ায় তার বিক্রিও অনেক কমে গেলো। ফলে অচিরেই ব্যবসায় ধস নামলো।

.

লোকটা তখন মনে মনে বললো, ছেলে আমার ঠিকই বলেছিলো। দেশের অবস্থা খুব খারাপ। কারো হাতে কোনো পয়সা নাই।

.

মোরাল : বই না-পড়া আহাম্মকদের চেয়ে বই পড়া আহাম্মকরা বেশি বিপজ্জনক হয়।

.

.

ভাবানুবাদ : Imtiaz Mahmud - ইমতিয়াজ মাহমুদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন