হরিষে বিষাদ — সুকুমার রায়ের ছড়া

 


হরিষে বিষাদ

দেখছে খোকা পঞ্জিকাতে এই বছরে কখন কবে

ছুটির কত খবর লেখে, কিসের ছুটি ক'দিন হবে ।
ঈদ্‌ মহরম দোল্‌ দেওয়ালি বড়দিন আর বর্ষশেষে-
ভাবছে যত, ফুল্লমুখে ফুর্তিভরে ফেলছে হেসে ।
এমনকালে নীল আকাশে হঠাৎ-খ্যাপা মেঘের মত,
উথ্‌‌লে ছোটে কান্নাধারা ডুবিয়ে তাহার হর্ষ যত ।
"কি হল তোর ?" সবাই বলে, "কলমটা কি বিধল হাতে ?
জিবে কি তোর দাঁত বসালি ? কামড়াল কি ছারপোকাতে ?"
প্রশ্ন শুনে কান্না চড়ে অশ্রু ঝরে দ্বিগুণ বেগে,
পঞ্জিকাটি আছড়ে ফেলে বললে কেঁদে আগুন রেগে ;
"ঈদ্‌ পড়েছে জষ্ঠি মাসে গ্রীষ্মে যখন থাকেই ছুটি,
বর্ষাশেষ আর দোল্‌ ত দেখি রোব্‌বারেতেই পড়ল দুটি ।
দিনগুলোকে করলে মাটি মিথ্যে পাজি পঞ্জিকাতে-
মুখ ধোব না ভাত খাব না ঘুম যাব না আজকে রাতে ।"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন