হাইকু
এমন দেশ
বসন্তও ফাঁস
হয়ে যাচ্ছে
সংসার
একজন চিতায় য্ অন্যজন ঘরে,
দু'জনে ভস্ম হয়— দু'জনেই মরে।
৩
অনেক যুদ্ধের পর, একটি ভোর আসে সান্ত্বনার মতো,
তুমি যাকে আলো বলো— সূর্য তাকে বলে তার ক্ষত।
৪
রাস্তা আমার নিজের হলেও ঘরগুলো সব অচেনা,
কোথায় খুঁজবো তারে আমি, অজস্র যার ঠিকানা!
পরাধীনতা
❑
যা দেখো তা সত্য নয় সব, অনেক কিছুই ভুল,
দূর বাতাসের ইচ্ছে মেনে—দুলছে গাছের ফুল!
৫
বাঘের কাছে জানতে চাইলাম, মাংস ফ্রাই করবো, না রোস্ট?
বাঘ বললো, ঝামেলা করার দরকার নাই।
নিষেধাজ্ঞা
❑
যতই থাকুক ডানা, পাখি, উড়তে তোমার মানা।
মেঘ জমেছে আকাশ জুড়ে, ঝড়ের আনাগোনা
ভয় জমেছে— মনের কোণে, মরণ দিচ্ছে হানা
বিধির খবর না জানো ঠিক, নিষেধগুলো জানা
যতই থাকুক মানা, পাখি, তোমার আছে ডানা।
.
ছড়া, ২০২২
৭
আমিও চরিত্র এক, অন্য কারো গানে,
কতটুকু গাওয়া হবে শিল্পী শুধু জানে।
৮
নিজের আলোয় হাঁটে যারা গভীর অন্ধকারে
তারাই প্রথম সূর্য দেখে, মোরগ ডাকা ভোরে।
৯
দুটি গরু একত্র হলে মূলত ঘাসের আলাপই করে।
গল্পতন্ত্র
❑
বাস্তবতার এমন স্বভাব, দাঁতের পরে দাঁত,
গল্প এসে বাঁচায় জীবন—সহস্র এক রাত।
.
রাতের শেষে রাত আসে ফের, দিনের শেষে দিন,
খারাপ লোকের দয়ায় আমার গা করে ঘিনঘিন।
.
কিন্তু তাদের খারাপ বলতেও একশ একটা ভয়,
আমার কাছে এমন জীবন—যাপন যোগ্য নয়।
.
ছড়া, ২০২১
১০
কেয়ামতের মুহূর্তে জন্ম নেয়া শিশু,
চোখ মেলে দেখে, পৃথিবী আর নাই।