পর্নোগ্রাফি PDF DOWNLOAD

 amarboi

সৃজনশীল ক্রোধ আর নিরুদ্ধার দহনের কবি : বুদ্ধদেব হালদার
উত্তম দত্ত


শক্তি চট্টোপাধ্যায় বলতেন, ভিতরে একটা ভাঙচুর না ঘটলে ভালো কবিতা লেখা যায় না। নিছক গৃহপালিত সুখী মানুষ কখনও জ্যান্ত কবিতা লিখতে পারে না। যার ঘর পুড়ে গেছে অকাল-অনলে, যার মন ভেসে গেছে প্রলয়ের জলে, যার পাঁজরের ভেতরটা তছনছ হয়ে গেছে বেহিসেবি বজ্রপাতে, কেবল তার কাছ থেকেই আমরা পেতে পারি সর্বার্থে জীবন্ত ও নতুন কবিতা। কবি বুদ্ধদেব হালদারের আনকোরা নতুন কবিতা সংকলন 'পর্নোগ্রাফি' পড়তে পড়তে এইসব এলোমেলো ভাবনা স্বতঃস্ফূর্তভাবে ঢুকে পড়ে মাথার ভিতরে।
সৃজনশীল ক্রোধ আর নিরুদ্ধার দহনের অন্য নাম কবি বুদ্ধদেব হালদার। ঋষি বিশ্বামিত্রের দম্ভের পৃথিবী শাশ্বত হয়নি। দুদিনেই বেঁকেচুরে কুঁকড়ে ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু কবি বুদ্ধদেব হালদারের বিধ্বংসী ক্রোধের আড়ালে রয়েছে এক মুঠো ভালোবাসার জন্য নিঃশব্দ কাঙালপনা। আর শুধু এই জন্যই এত বিস্ফোরক-ভরা এই ভয়ানক সুন্দর কাব্যগ্রন্থটি পাঠকের হৃদয় লুণ্ঠন করে নেবে।
বইটির নাম : পর্নোগ্রাফি
কবির নাম : বুদ্ধদেব হালদার
প্রকাশক : হাওয়াকল
কবিতার সংখ্যা : ৪৬
আজ সারাদিন এই বইটির সঙ্গে ছিলাম। একটানা ৪৬ টি কবিতা পাঠ করে বিহ্বল মুগ্ধতা নিয়ে বসেছিলাম অনেকক্ষণ। কী দুর্দান্ত সব লেখা। দাপটে লেখা গদ্যরীতির কবিতার প্রতি আমার ব্যক্তিগত আকর্ষণ তো রয়েইছে। তদুপরি কবির নাম বুদ্ধদেব হালদার। ছেলেটিকে দেখিনি কখনও। তবু অন্ধকারে বুকের ভিতরে হাত দিয়ে দেখি, সে বসে আছে একবিংশ শতাব্দীর নৈরঞ্জনা নদীতীরে, এক প্রাণময়ী গোপবালিকা সুজাতার ঐকান্তিক প্রণাম ও পায়সান্নের প্রতীক্ষায়। যা পেলে তার সমস্ত অসুখ ও দহন প্রশমিত হয়ে যাবে এক মুহূর্তে।
বাইরে থেকে ওপর ওপর পাঠ করে এই কবিকে ব্রাত্য করে দেওয়া মূর্খামি। শুধু বইটির নাম শুনেই যাঁরা আকৃষ্ট হবেন তাঁরাও কিছুটা বিভ্রান্ত ও হতাশ হবেন। এ বই আদপেই তথাকথিত পর্নোগ্রাফি নয়। পিশাচ ও রূপসী ডাইনিদের বিকৃত ৬৪ কলার গেঁজিয়ে ওঠা মদের বাকশস্য নয়। বুদ্ধদেব হালদার একটা আগ্নেয়গিরি। আর এই বইয়ের ৪৬ টি কবিতা সেই আগ্নেয়গিরির উত্তপ্ত লাভাস্রোত। কবিতায় তার কথা বলার ধরন দেখে মনে পড়ে : অরুণেশ ঘোষ, শৈলেশ্বর ঘোষ, ফাল্গুনী রায়, শামসের আনোয়ার, ভাস্কর চক্রবর্তী, তুষার রায়ের কথা। কিন্তু তার দৃষ্টিভঙ্গি তাঁদের সবার চাইতে স্বতন্ত্র।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন