উপকথা

 উপকথা ২৩

অনুবাদ : Imtiaz Mahmud - ইমতিয়াজ মাহমুদ 

.

একটা গাছের নিচে একটা কচ্ছপ বসে ছিলো।  সে দেখতে পেলো, গাছের ডালে একটা পাখি খড়কুটো দিয়ে  বাসা বানাচ্ছে। এই দৃশ্য দেখে তার হাসি পেলো।

.

কচ্ছপ পাখিটাকে বললো, তুমি কত হতভাগ্য। আজেবাজে জিনিস দিয়ে ঘর বানাচ্ছো। আর এদিকে দেখো, আমার কত মজবুত খোলস। জন্মের সাথে সাথেই এই বাসাটা আমি পেয়েছি।

.

পাখি উত্তর দিলো, আমার বাসায় আমি আমার পরিবার নিয়ে থাকি। কিন্তু  যত সুন্দরই হোক, তোমার বাসায় তুমি একা থাকো!

.

.

মোরাল : প্রাসাদে একা থাকার চেয়ে পরিবারের সবাইকে নিয়ে কুঁড়েঘরে থাকা ভালো।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন