শেরগুচ্ছ আট
.
৭১
সব মানুষই ঘরে ফেরে, অন্য মানুষ হয়ে,
চেনা নদী বদলে যায় সামান্য এক ঢেউয়ে।
.
৭২
যদিও কুৎসিত, তবু কোনো একদিন,
কাঁটার কাছেই ছিল গোলাপের ঋণ!
.
৭৩
কেয়ামতের মুহূর্তে...জন্ম নেয়া শিশু,
চোখ মেলে দেখল, পৃথিবী আর নাই!
.
৭৪
পাখি তো আগেই গেছে, দূরে চলে যাচ্ছে তার ডাকও,
সবাই আমাকে ছেড়ে গেলেও...কবিতা...তুমি থাকো!
.
৭৫
দরজা থেকে ঘরের শুরু--দরজা থেকে পথের,
দুইটি মানুষ দু'দিক যাবে মিল না হলে মতের!
.
৭৬
সবাই মাড়িয়ে যাচ্ছে যাক, মাথা উঁচু রাখো ঘাস
একদিন তোমার কাছেই নেমে আসবে আকাশ।
.
৭৭
অন্ধকারে পথ হারিয়ে ডুবে গেছে যেই তারা
তাকে আমি সব বলেছি তোমার গল্প ছাড়া।
.
৭৮
আত্মহত্যা না করে সে তোমার কাছে ফিরে
এসেছে—তোমাকে একটি বিকল্প মৃত্যু ভেবে।
.
৭৯
আমি সবকটি পথ ঘুরে
দেখি তুমি সমান দূরে।
.
৮০
পৃথিবীর সব গল্প...বিচ্ছেদের নয়,
নদী মরে গেলে দুই তীর এক হয়!
Tags
ইমতিয়াজ মাহমুদ