রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ্ এর কবিতা

 

যতো দূরে ইচ্ছে হয় 

-রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ


যতো দূরে যেতে চায় যাক, 

তরুর তলায় এসে আমি তার ঠিকানা কুড়োবো। 

গন্ধবতী পাতা দেখে জেনে নেবো কোথায় বসতি

কোথায় সে তার নীড় গড়ে একা প্রসন্ন সকালে। 


চেয়ে থাকে মুগ্ধ দুটি চোখ, 

ঘাটের কিনারা ছেড়ে ভেসে যায় দূরের জাহাজ--

ওই ম্লান ব্যথিত জলের মুখ,বিষন্ন বন্দর 

তার কাছে জেনে নেবো ছেড়ে যাওয়া জাহাজের গ্রাম।


চ'লে যেতে ইচ্ছে হয় যাও 

দুয়োরে আগলে পথ দাঁড়াবো না ধুসর নয়ন,

অভিমান জ্ব'লে উঠে জ্বালাবে না শ্যামল হৃদয় --

নিজেকে আঘাত কোরে আমি এই প্রস্থান থামাবো। 


যদি বিশ্বাস না হয় তবে 

পাথরে হৃদয় ছুঁড়ে ভেঙে দাও নিবিড় পৃথিবী, 

ছিঁড়ে ফ্যালো পরিচয়,ভালোবাসা বুকের বিন্যাস 

ভেতরে আগুন জ্বেলে আমি তোরে বিশ্বাস দেখাবো। 


যতো দূরে ইচ্ছে হয় যাও, 

বিশ্বাসী স্বপ্নের কাছে জেনে নেবো সঠিক ঠিকানা। 


২১.০৯.৭৭ 

মিঠেখালি মোংলা

অগ্রন্থিত কবিতা

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন