এক যে সাহেব তার যে ছিল নাক
দেখলে পরে লাগত লোকের তাক
হাঁচতে গিয়ে হ্যাঁচ্চো হ্যাঁচ
নাকের মধ্যে লাগল প্যাঁচ
সাহেব বলে, ‘এইভাবেতেই থাক।’
পাগলা গরু সামলানো যা ঝক্কি,
আমার কথা শুনবে কেনো লোক কি?
কাছে যখন পড়বে এসে
বলবে তারে মিষ্টি হেসে,
‘আমার ওপর রাগ কোরো না লক্ষ্মী!’
চোরের ভয়ে রামনারায়ণ খোট্টা
ঘুমোয় বসে বন্ধ করে দোরটা,
এই সুযোগে দুই ইঁদুরে
দিব্যি খেলো পেটটি পুরে
ঝোলানো তার সাধের হ্যাট আর কোটটা।
Tags
সত্যজিৎ রায়