আল আকসা মসজিদের একটি গম্বুজের গল্প

ইমতিয়াজ মাহমুদ এর টাইমলাইন থেকে


জেরুসালেম তখন ইওরোপের দখলে। সেই সময় বাগদাদের এক কাঠমিস্ত্রি একটা কাঠের গম্বুজ তৈরি করেন। মিস্ত্রির ইচ্ছা গম্বুজটা একদিন জেরুসালেমের আল আকসা মসজিদে স্থাপন করা হবে। 

 গম্বুজটার সৌন্দর্যের খবর চারদিকে ছড়িয়ে পড়ে। লোকজন সবাই গম্বুজটার অনেক প্রশংসা করে। কিন্তু কেউই সেটার নির্মাণের উদ্দেশ্য নিয়ে মাথা ঘামায় না।

ব্যতিক্রম শুধু একজন। দশ বছরের এক গ্রাম্য বালক। তার নাম সালাহউদ্দিন আইয়ুবী। গম্বুজটার কথা শুনে সে স্বপ্ন দেখে যে, একদিন জেরুসালেম দখল করে সেটা আল আকসা মসজিদে বসাবে।

বহু বছর পর সালাহউদ্দিন জেরুসালেম যুদ্ধে নেতৃত্ব দেয়। যুদ্ধে জয়ী হয়ে গম্বুজটা আল আকসা মসজিদে স্থাপন করে।

শিল্পীর কাজ যুদ্ধ করা বা মিছিল যাওয়া বা রাস্তায় মানববন্ধন করা না। শিল্পীর কাজ সুন্দর একটা গম্বুজ বানানো। যে গম্বুজ অন্য কাউকে স্বপ্ন দেখাবে।...তা হোক মাত্র একজন।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন