একটি খোলাভীতি
আমি বসে আছি
যেন মনে হয় সর্বদা
হাডসনের তীরে আছি
এবং অনেক দূরের কোনো বিষয়
একটি ছোট খাদি
এবং একটি পায়েচলা পথ ছাড়া
আর কিছু নয়
আমি আমার তাঁবু দেখতে পাই
আমাকে পাই মেঝেতে
পা ভাঁজ করে বসা
এবং দরজায় মৃদু পায়েতে
দূরে ভেসে যাই
তার নাম জো
এলিয়াস জন
এবং সে যা জানে না
এবং বলবে না
সেথায় হেনরি হাডসন যায়
আমি বলব না
খুব বেশি সাহায্য তাকে করতে পারি।
বরফের পিঠায়
যে-চিহ্ন আঁকা
তা কোনো লোকেদের
ভুলক্রমে ঘটা নয়
না,
কোনো আত্মা নয়
বাতাসের ক্ষণিক বিরতির জন্য
আমি এবং আমার দক্ষিণতীরে
জন জো ছাড়া অন্য কেউ
আমার ফরাসি ইন্ডিয়ান ইকুইম্যাক্স
যে-রাস্তায় যাইনি
দুটি পথ গেছে বেঁকে দুটি হলুদ বনে
একটি মাত্র পথিক হলে
যতদূর যায় চোখ চেয়ে রইলাম একদৃষ্টে
যেখানে গুল্মময় এক ঝোপ গেছে বেঁকে
তারপর গেলাম যতখানি সম্ভব অন্যপথে
এনে হয় তা আরো ভালো দাবিদার
তা ছিল ঘাসময় এবং পোশাকের সাথে
যদিও আমি ছিলাম ওই পথেরই সওয়ার
তাদের পরালাম উপস্থিতির পোশাকের অলংকার
উভয় পথই পেয়েছে সমান সকালে
পথের পাতা হয়নি কালো পায়ের আঘাতে
আমি অপরটি রাখলাম অন্যদিনের কোনো কালে
তবু জেনে নিই কোন রূপে যাব ওই পথে
সন্দেহ হয় যদি না ফিরি কোনো প্রাতে
এই কথা বললাম আমি প্রগাঢ় দীর্ঘশ্বাস
এই যুগে অথবা অন্য কোনো আলাদা যুগে
দুটি পথ গেছে বেঁকে কোন বনে
শুধু বৈষম্য এঁকে দিলো এই মনে।
আগুন ও বরফ
কেউ বলে এই পৃথিবী ধ্বংস হবে আগুনে
কেউ বলে বরফে
আমার কিছু আকাঙ্ক্ষা আছে বলায়
আমি তারই সাথে যে-আগুনের পক্ষে
কিন্তু আমার মনে হয় আমি হারাবো দুবার
আমার মনে আমি জানি কথামালা ঘৃণার
বরফ বিধ্বংসের জন্য ঘৃণাই যথেষ্ট মানবতার
কোনো স্বর্ণই থাকবে না
প্রকৃতির প্রথম সবুজ হলো স্বর্ণ
তার আপ্রাণ চেষ্টা ধরে রাখা তার বর্ণ
তার প্রথম পাতার ফুলটা সে ধরে রাখে এক ঘণ্টা
তারপর লতিয়ে পড়ে পাতায় পাতায়
তা লেখা থাকে আদিম দুঃখের খাতায়
প্রভাত তিরোহিত হয় অজান্তে
কোনো স্বর্ণ থাকে না এ-প্রান্তে।
নীল প্রজাপতির দিন
আজ বসন্তে এসেছে এক নীল প্রজাপতি দিন
এবং তাদের ডানায় ডানায় বিক্ষোভ
তাদের ডানায় অমিশ্রিত বর্ণ
যদি ত্বরায় না যায় সে, মেটাবে তাদের ঋণ
এই ফুলগুলো উড়ে এবং গান গায়
এখন রয়ে গেছে তার পরিত্রাণের আকাঙ্ক্ষায়
বাতাসের সঙ্গে লেগে থাকে তারা
এপ্রিল কদর্যে হয়ে যায় সারা
শাস্তিপ্রিয় মেষপালক
স্বর্গ যদি আসে নেমে
চারণভূমিতে
আমি হেলে বসি
দুই তারার মূর্তিতে
আমি ভুলে যাই ওসব
ভাবি আমি নিয়মের মুকুট
ব্যবসার পালস্না আর সত্যের সীমা
খুব কঠিন যা নবায়ন করা
আমাদের জীবনে তার পরিচালনা
মানুষের যুদ্ধের গল্প আছে জানা
ত্রাস, মুকুট ও মাপকাঠি
সব এনেছে এ-তরবারি