তানভীর মুহাম্মদ ত্বকীর কবিতা সংগ্রহ

 তানভীর মুহাম্মদ ত্বকী

নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী গত ৬ মার্চ, ২০১৩ বিকেলে নিখোঁজ হন। ৮ মার্চ সকালে শীতলক্ষ্যা নদীর কাদাবালি থেকে তার লাশ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা নৃশংসভাবে তাকে হত্যা করে।


কৌতূহলী এক কিশোর
আক্ষরিক অর্থেই নিভৃতচারী বলতে যা বোঝায়, ত্বকী ছিল তা-ই। ওর ভালো নাম তানভীর মুহাম্মদ। মগ্ন চৈতন্যে অন্তর্মুখী অথচ জগৎ ও চারপাশ সম্পর্কে উদাসীন নয়, কৌতূহলী এক কিশোর। আবৃত্তি ভালো করত। একবার শুনলেই কবিতার মূল সুরটি ধরতে পারত। দীর্ঘ কবিতা মুখস্থ করে ফেলত।

ত্বকীর ছিল নিজস্ব একটি কবিতার খাতা। সেখান থেকেই কবিতাগুলো নেওয়া। কবিতাগুলো সম্ভবত ত্বকীর মৃত্যুর দু-এক মাস আগে লেখা।



ত্বকীকে নিয়ে সমকালের রিপোর্টঃ

নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার পাঁচ বছর পূর্ণ হচ্ছে আজ মঙ্গলবার। এই সময়ের মধ্যে নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ৭ খুন হত্যা মামলার বিচার সম্পন্ন হলেও রহস্যজনক কারণে থমকে আছে ত্বকী হত্যার বিচার। হত্যাকাণ্ডের এক বছরের মধ্যেই র‌্যাব সংবাদ সম্মেলন করে জানিয়েছিল, খুনের মোটিভ ও এর সঙ্গে জড়িতদের তারা চিহ্নিত করতে পেরেছে। অচিরেই আদালতে অভিযোগপত্র দেওয়া হবে। কিন্তু সেই অভিযোগপত্র আজও আলোর মুখ দেখেনি। এই অবস্থায় ত্বকী হত্যার বিচার পেতে আর কত অপেক্ষায় থাকতে হবে- এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নিহত ত্বকীর পরিবারসহ গোটা দেশবাসীর মনে।

২০১৩ সালের ৬ মার্চ বিকেলে নগরের শায়েস্তা খান সড়কের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় ত্বকী। এর দু'দিন পর নগরের চারারগোপ খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ত্বকী খুন হওয়ার এক বছর পর ২০১৪ সালের ৬ মার্চ সমকালসহ দুটি জাতীয় দৈনিকে র‌্যাবের সূত্র দিয়ে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছিল- ত্বকী হত্যার সঙ্গে নারায়ণগঞ্জের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানসহ ১১ জন জড়িত। তাদের মধ্যে সুলতান শওকত ভ্রমর ও ইউসুফ হোসেন লিটন ওরফে বিলাই চক্ষু লিটন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ত্বকী হত্যার সঙ্গে নিজেদের সম্পৃক্ততাসহ জড়িত অন্যদের নাম প্রকাশ করে। ওই দু'জনের  স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে র‌্যাব জানতে পারে, আজমেরী ওসমানের পরিকল্পনায় ত্বকী হত্যায় জড়িত ছিল সুলতান শওকত ভ্রমর, ইউসুফ হোসেন লিটন, তায়েব উদ্দিন আহমেদ জ্যাকি, রাজীব, কালাম শিকদার, অফু, মামুন, কাজল, শিপন ও জামশেদ।

ভ্রমর ও লিটন দীর্ঘদিন কারাভোগ শেষে জামিনে রয়েছেন। ভ্রমর জামিন পেয়ে দেশের বাইরে চলে গেছে। আর লিটন এখন তার নিজ এলাকা আমলাপাড়াতেই বসবাস করেন। কালাম শিকদারের কোনো খোঁজ নেই।

এ প্রসঙ্গে নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, র‌্যাবের ওই সংবাদ সম্মেলনে তখন আমরা আশায় বুক বেঁধেছিলাম; কিন্তু এর পরই পাল্টে যেতে থাকে দৃশ্যপট। অদৃশ্য কারও ইশারায় থমকে যায় সবকিছু। তারপর থেকে ত্বকী হত্যা মামলার তদন্ত আর এগোয়নি। তিনি আরও বলেন, ত্বকী হত্যার বিচারের দাবিতে সারাদেশে প্রতিবাদ জারি আছে। শুধু দেশে নয়, দেশের বাইরেও ত্বকী হত্যার বিচার দাবিতে সেমিনার-সভা হচ্ছে। ভারতের ত্রিপুরা রাজ্যে সেমিনার হয়েছে। আগরতলা বিশ্ববিদ্যালয়ে সভা হয়েছে ত্বকীর ওপর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 'ত্বকী হত্যা ও গণমাধ্যমের ভূমিকা' নিয়ে এক ব্যক্তি পিএইচডি করছেন।

নারায়ণগঞ্জের এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলেন, ত্বকী হত্যার এক বছর পর নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর ওই ঘটনার এক বছরের কম সময়ে অভিযোগপত্র দাখিল করা হয়েছিল। অভিযোগপত্র দাখিলের এক বছরের কম সময়ের মধ্যে নিম্ন আদালতে এর বিচার কাজ শেষ হয়েছে। উচ্চ আদালতের বিচারও শেষ। ত্বকী হত্যাকাণ্ডের পর সিলেটে ও খুলনায় দুই শিশু হত্যা মামলার বিচার হয়েছে; কিন্তু হয় না শুধু ত্বকী হত্যার বিচার।

এ নিয়ে র‌্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান অবশ্য বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা। তবে তদন্ত থেমে নেই। আমাদের চেষ্টা রয়েছে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া। কোনো বিষয় যাতে বাদ না পড়ে সেটিও দেখতে হবে। আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া। সেভাবেই কাজ করে যাচ্ছি।

বিচারের দাবিতে আন্দোলন চলছে :  ত্বকী হত্যার বিচারের দাবিতে চলমান আন্দোলন প্রসঙ্গে রফিউর রাব্বি বলেন, দেশে একমাত্র ত্বকী হত্যার বিচারের দাবিতেই ধারাবাহিক আন্দোলন চলছে। আমরা প্রতি মাসের ৮ তারিখে ত্বকী হত্যার বিচার দাবিতে জেলা সাংস্কৃতিক জোটের উদ্যোগে সমাবেশ ও মোমশিখা প্রজ্বালন করে থাকি। এ ছাড়া প্রতি বছরই ত্বকী হত্যার বিচার চেয়ে দেশের বিশিষ্টজন বিবৃতি দিয়ে থাকেন। এ বছরও দিয়েছেন। তারা বিবৃতি দিয়েই ক্ষান্ত থাকেন না, বিচারের দাবিতে আয়োজিত সমাবেশগুলোতে সশরীরে উপস্থিত থেকে বিচারও দাবি করেন।

সবশেষে রাব্বি বলেন, ত্বকী হত্যার বিচারের দাবিটিতে ভিন্ন মাত্রা যোগ করতে ২০১৫ সাল থেকে জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা চালু করা হয়। ২০১৭ সাল পর্যন্ত তিনবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর ৫ অক্টোবর ত্বকীর জন্মদিনকে সামনে রেখে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যাতে ত্বকী হত্যার বিচার দাবি সারাদেশে ছড়িয়ে পড়ে।

চার দিনের কর্মসূচি ত্বকী মঞ্চের : তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার পাঁচ বছর উপলক্ষে আজ থেকে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। আজ সকাল সাড়ে ৮টায় বন্দরঘাট থেকে বন্দর সিরাজ শাহের আস্তানায় ত্বকীর কবর জিয়ারত ও ফাতিহা পাঠ অনুষ্ঠিত হবে।



ত্বকীর কবিতা




ফিরে এসো বাংলাদেশ
- তানভীর মুহাম্মদ ত্বকী

যারা যুদ্ধের ডাক দিয়েছিল,
যারা অপেক্ষায় আছে আজও একটি বিচারের—
একটি বিচার
যা শেষ করার জন্য
তারা
যুদ্ধের সেই সব নায়কেরা
ডাক দিয়ে যায়—
জাতির জন্য, জেগে ওঠার জন্য
ওই জাতির জন্য; যারা ধ্বংসের মধ্যেও
নতুন জীবনের ডাক দিয়ে যায়;
তুমি কি শুনতে পাও
সেই সব শহীদের কণ্ঠস্বর? 


রাজীব হায়দার স্মরণে
- তানভীর মুহাম্মদ ত্বকী
 ফুলের মতো দৃশ্যমান
রক্তমাখা রাজীবের চোখ
সবুজ পাতার সাথে
দৃশ্য জুড়ায়
লাল-সবুজের পতাকা-
যেন বলে ওঠে
এই তো স্বদেশ
লাল-সবুজের বাস যেখানে
প্রকৃতি ও সংগ্রামে-



একজন শহীদের ময়নাতদন্ত
- তানভীর মুহাম্মদ ত্বকী
ওরা ছুরি ও
ধারালো অস্ত্র দিয়ে
দ্বিখণ্ডিত করে কণ্ঠনালি
ওরা উল্লাসে দেখে
কীভাবে শরীর থেকে
বৃষ্টির মতো রক্ত গড়ায়।
ধারালো অস্ত্র দিয়ে
শরীরের চামড়া ছিলে নেয়
এবং দেখে ভেতরের মাংসপেশি ও হাড়গোড়
ওরা টুকরো টুকরো করে হাড়গোড়
খণ্ডবিখণ্ড করে ফেলে
বীভৎস উল্লাসে
এই সব হাড়গোড় শরীরে জড়িয়ে
জানান দেয় নিজেদের সাহসিকতা
স্মারক চিহ্ন করে
ঝুলিয়ে নেয় গলায়—
ওরা সেই সব মৃত মানুষের মাংস খায়
বর্বর অন্ধকার যুগে যেমনি মানুষখেকোরা
ভক্ষণ করেছে তাদের স্বজাতিকে

Dream 1
- তানভীর মুহাম্মদ ত্বকী
I dream to be an engineer
(for my parents ) want it to be
I dream to be a doctor
For my parents consider it
Wonderful
I dream to be an engineer
For my Parents consider
It is wonderful

Dream 2
- তানভীর মুহাম্মদ ত্বকী

I want to be an engineer
For my artist mom gets underpaid
I want to be a doctor
For my father suffered a death
I want to be a dead
For my life seems ( unbearable)
Reading day and night and
waiting for examination
its unbearable



Come back Bangladesh
- তানভীর মুহাম্মদ ত্বকী

They remains
after 41 years
of liberation war
to see the dawn of
a new era
A one
where no one like him
lives
No one manages
to kill anyone
No one thinks
of this
The people live in harmony
And kill the Bangladeshi sons
who called it in war
They wait for justice
For a trial to end
They are
the war heroes
The Call
for a nation to stand up
from a nation that in ruins
a wakeup call
Do ye hear it?
The voice of the martyrs
Saying its long been
A transitory phase
And it’s time to go ahead in time
Must have been time that Bangladesh learns walk on its day
He sees bright future ahead
but through a dense fog which clears
Bangladesh we beauty
Where or you
In time
Where others
Are way forward
Leading the time backwards
They born in horror
To see you come back where will you come
My Bangladesh




Visa
- তানভীর মুহাম্মদ ত্বকী

Waiting for a six
Waiting for a long time
Keep eyes in fix
A ball just clicks
If bowler thinks
The men take pics
The bats are thicks
The batsman hits
The ball just flicks
The boss then sees
The batsman nicks
The slip man picks
The ones where are vise


মৃত্যুর ভালোবাসা
- তানভীর ত্বকী

সকলেই চলে যাবে
মৃত্যুকে ভালোবেসে—
সযত্নে আগলে রাখে হূদয়ে
জীবন অথবা মৃত্যু—
তারা অস্ত্র নিয়েছিল
মৃত্যুকে ভালোবেসে—
খুন হলো একজন,
জীবন অথবা মৃত্যু
সযত্নে আগলে রাখে হূদয়ে—
হাতে রড তুলে নেয়
হত্যাকে আয়ত্তে আনতে;
তাদের সংকল্প ছিল
বিশ্বাসের নৈতিকতায়—


একঝাঁক কুকুর
- তানভীর মুহাম্মদ ত্বকী

একঝাঁক কুকুর
একটা কুকুর
গর্জন করে ওঠে
একঝাঁক কুকুর
দৌড়ে এলো কাছে
দেখল একটা শিকার
ঝাঁপিয়ে পড়ল
তার কাঁধে
শেষ করে দিল
...প্রাণ!



বিবর্তন
- তানভীর মুহাম্মদ ত্বকী

মাটির সাথে বাস করা এক পিঁপড়ে

হঠাৎ এক দিন উঠে দাঁড়াল
ইচ্ছে তার মানুষ হবে



প্রতিযোগিতা

- তানভীর মুহাম্মদ ত্বকী

মানব না এই
প্রতিযোগিতা,
বিষম খেলা
অসুস্থতা,
স্কুলে কেবল
ফার্স্ট হওয়া

নয় শেষ কথা


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন