আমি যাই — শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা

 আমি যাই

যেখানেই থাকো  

এপথে আসতেই হবে  

ছাড়ান্ নেই  

সম্বল বলতে সেই  

দিন কয়েকের গল্প  

অল্প অল্পই  

আমি যাই  

তোমরা পরে এসো  

ঘড়ি-ঘন্টা মিলিয়ে  

শাক-সবজি বিলিয়ে  

তোমরা এসো  

  


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন