মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা সংগ্রহ


 

কোভিড-১৯

বস্তাপচা ময়লায় ঢেকে গেছে পৃথিবীটা
মানুষ, মানুষ থেকে দূরে।
ছোঁয়া যাবেনা – স্নেহের পরশকে।

কালও যা ছিল –
হাতের ছোঁয়ায় আশির্বাদ
আজ তা পরশমনির
স্পর্শ থেকে বাদ।

এ কি ভয়ার্ত বেশ …
সারাবিশ্ব এক থেকে অন্যে –
সন্দিহান অবকাশের নিশিরাত্রি!
মাত্র দুমাসে পৃথিবীর
হাওয়া বদল!
দেখা হল কথা হল না।
মনটায় মেঘের ছায়া,
চুলগুলো উদভ্রান্ত।
কারো সাথে দেখা হল –
কথা হচ্ছে না।
সারা পৃথিবীটা –
বদলে গেল।
বদলে গেল মানসিকতা –
সবাই দূরে দূরে।
দূরের দূরত্বটাই আজ সবচেয়ে বেশি ভরসার।
সারা বিশ্ব আজ বিশ্ব পন্ডিত!
কি পারলোনা –
একটা ভাইরাসকে দমন করতে?
হার মানলো সারা বিশ্ব?

সবার মুখ দেখা
সবার জন্য বন্ধ।
সব গবেষণাকে
জব্দ করলো
একটা মাত্র শব্দ
করোনা, কোভিড ১৯।









নরক

কোথায় আছি?

কোথায় চলেছি?

স্বর্গ পেরিয়ে নরকে!

চলে গেল কত কত প্রাণ

ফিরবে না আর কোনদিন।

ঝরলো রক্ত,

পড়লো লাশ।

জ্বলছে ক্রোধের আগুন,

হোলির আগেই

রক্তের হোলি

মনুষ্যত্ব বড় করুণ।

ঠিকানার লড়াই

হারিয়ে যাচ্ছে

বন্দুকের নলের তুফানে দেশ,

শান্ত দেশ

অশান্ত হল-

গণতন্ত্র কি তবে শেষ?

কে দেবে উত্তর?

আর কি হবে সমাধান

তুমি-আমি নীরব-বধির

নরক হল পীঠস্থান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন