মুসলমানের ছেলেঃ হাসান রোবায়েত এর কবিতা

 মুসলমানের ছেলে

তোমাকে ভুলে গেলে আমার জামফুল

মিথ্যা হয়ে যাবে, তুমি সে জানবে না

তোমাকে ভুলে গেলে কোথাও বৃষ্টিতে 

সন্ধ্যা নিভে যাবে, তুমি সে জানবে না

 

তুমিও ঘুমিয়েছ বাড়ির ছোট মেয়ে

যেভাবে ঘুম যায় আপেল ফুলে হাওয়া

চিরটাকাল ধরে তোমার দিকে যাই

ক্রমশ সরে যায় সাফা ও মারওয়া—

 

স্বামীকে বলে দিও গোপনে রিফু করা

জামাটা আজো তুলে রেখোছো আলনায়

মানুষ ভুলে যায় সহজে সবকিছু

অথচ ভান করে কাউকে সে-ও চায়—

 

তোমাকে মনে পড়ে দূরের নিমফুলে

তোমাকে মনে পড়ে পুরনো ছলনায়

আমরা তাও পার হয়েছি একই সাঁকো

নিধুয়া পৃথিবীতে প্রাচীন সন্ধ্যায়—

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন