❑ কাপলেট
স্মৃতি
ঘা শুকায়ে যায়, দাগ মুছে যেতে পারে
ক্ষত কতটুকু ছিল, সে চাবুক জানে
...
স্কেপগোট
চিরকাল হেরে যাই বলে —
আমি প্রিয়, জুয়ার আসরে
...
মা
জগতে এসে প্রথম আমি মায়ের কোলে উঠে
বুঝতে পারি এই জগতে ফুল কী করে ফোটে
...
রুমি
ধ্যানরত বৃক্ষে এসে বসেছে যে পাখি
মনে মনে তাহারেই ঋষি বলে ডাকি
...
ফিলোফোবিয়া
জীবনের প্রতি অবজ্ঞা ছিল বলে —
গাছেরাও গেছে ছায়াদের ছেড়ে চলে
...
মুর্শিদ
সারাজীবন যাচ্ছে কেটে ভুল ও অনুতাপে —
কী এক খেলা, খেলছি খোদা অংশ নাই তাতে
...
রূপকথা
এমন আশ্চর্য রাত, হলুদ ইশারা —
দেখেছে চাঁদের মতো ফুল ছিল যারা
...
সমর্পণ
নিজের পাখা নিজেই ভেঙে হাঁটছি একা পথে
মরণ তবু, আসছে কেন, পিপীলিকার কাছে?
...
ক্ষুদ্র
সমুদ্রে হারায়ে একা ভাবছিল কেউ —
সৈকতে আসছে তেড়ে আত্মঘাতী ঢেউ
...
সলিটিউড
হাওয়ায় আমি ডুইবা মরবো ভেবে
জলের ভেতর আকাশ উঠলো কেঁপে
Tags
নাহিদ ধ্রুব