ধূসর সময় — আর্টসেল | full Lyric

 

Artcell – Dhushor Shomoy (ধূসর সময়) Lyrics



 নোনা স্বপ্নে গড়া তোমার স্মৃতি
শত রঙে রাঙিয়ে মিথ্যে কোনো স্পন্দন
আলোর নিচে যে আঁধার খেলা করে

সে আঁধারে শরীর মেশালে…হে…

নোনা স্বপ্নে গড়া তোমার স্মৃতি
শত রঙে রাঙিয়ে মিথ্যে কোনো স্পন্দন
আলোর নিচে যে আঁধার খেলা করে
সে আঁধারে শরীর মেশালে…হে…

আজ আমি ধূসর কি রঙিন সময়ে
পথ হারাই তোমাতে
জীবনের কাঁটা তারে তুমি
অন্তহীনের অপূর্ণতায়
বেওয়ারিশ ঘুড়ি উড়ে যাও অনাবিল
আকাশের শূণ্যতায়
তবু আমি…

কি খুঁজি মানুষের বিষাদের চোখে
কোথায় আলোর উৎসবে স্বপ্নের প্রতিবিম্ব
ভাঙে
একা একা আমি থাকি দাঁড়ায়ে
স্মৃতির ঝড়ো বাতাসে
দুজনার শরীর মেশায়

কি খুঁজি মানুষের বিষাদের চোখে
কোথায় আলোর উৎসবে স্বপ্নের প্রতিবিম্ব
ভাঙে
একা একা আমি থাকি দাঁড়ায়ে
স্মৃতির ঝড়ো বাতাসে
দুজনার শরীর মেশায়

আজ আমি ধূসর কি রঙিন সময়ে
পথ হারাই তোমাতে
জীবনের কাঁটা তারে তুমি
অন্তহীনের অপূর্ণতায়
বেওয়ারিশ ঘুড়ি উড়ে যাও অনাবিল
আকাশের শূণ্যতায়

জীবনের কাঁটা তারে তুমি
অন্তহীনের অপূর্ণতায়
বেওয়ারিশ ঘুড়ি উড়ে যাও অনাবিল
আকাশের শূণ্যতায়...
তবু আমি…

Dhushor Shomoy (ধূসর সময়) Mp3



Song Info:
Dhushor Shomoy (ধূসর সময়)
Artcell

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন