Aurthohin – Amar Proticchobi (আমার প্রতিচ্ছবি) Lyrics
মুখটা তুলে আকাশটাতে
দেখ আরেকবার
তোমার সাথে আছি আমি
যে চিরকাল
জোছনার আলো যখন
তোমার গায়ে পড়ে
আমি তখন থাকি তোমারই
পাশে পাশে
মনটা খারাপ করে যখন
তুমি একা থাকো
ভেবো আমি শোনাই তোমায়
মজার কোন গল্প
চোখের পানি মুছে ফেলে
ভেবো একটুখন
তোমার মাথায় হাতটা বুলাই
যখন তখন
রাতের আকাশ ভরা তারা
হয়তো বা চলে যাবে
থাকবো হয়ে আমি শুকতারা
শীতের সকাল গাছের পাতা
হয়তো বা ঝরে যাবে
থাকবো হয়ে আমি নীল আকাশ
দুপুর বেলায় কবিতার
বইটা পড়তে বসে
চোখের দৃষ্টি যখন তোমার
ঝাপসা হয়ে ওঠে
ভেবো আমি পাশেই আছি
তোমার পানে চেয়ে
কবিতাটায় সুর বসাচ্ছি
গানের মত করে
ভোরের আলোয় পাখির ডাকে
ঘুমটা ভাঙে যখন
বাগানটাতে হাটার সময়
আমায় ভেবো তখন
ঘাসের মাঝে শিশির কনায়
তাকিয়ে দেখ তুমি
আছে সেথায় তোমার সাথে
আমার প্রতিচ্ছবি
রাতের আকাশ ভরা তারা
হয়তো বা চলে যাবে
থাকবো হয়ে আমি শুকতারা
শীতের সকাল গাছের পাতা
হয়তো বা ঝরে যাবে
থাকবো হয়ে আমি নীল আকাশ
Amar Proticchobi (আমার প্রতিচ্ছবি) Mp3
Song Info:
Amar Proticchobi (আমার প্রতিচ্ছবি)
Aurthohin