আনকমন কবিতা

হাস্যকর সব ফেসবুক স্ট্যাটাস পড়তে চাইলে এই পোস্টটি পড়ুন : ফানি স্ট্যাটাস বাংলা 

সজল আহমেদ এর কবিতা

আজি বসন্তে ঐ কোকিল আর ডাকবেনা বটগাছ

এই রোডটায় ধুলো পরে আছে বন্ধ লোকাল বাস।


এইখানে যারা বসতো নীরবে নিথর গাছের তলা,

তারা সকল যে কই পালালো, সকল ঘরেই তালা।


যে নারী তাঁর উঠোনে কেবল শালিক তাড়াতে আসে;

সে নারীর ধান উঠোনে বিছানো, মৃত শালিকের পাশে।


পাখিরা সকল কোথায় যে গ্যাছে, অজানার পথ ধরি,

ফেরৎ কেবল আসলো চুমু চিবুকের পথে ফিরি।


আর কেহ ঐ মসজিদে আসেনি, আজান পরার পরে

শত মুসল্লি উধাও হয়েছে কি জানি কালা জ্বরে!


তুমিও আসোনি কেহ আসেনি লেমুর পাতার ঘ্রাণে—

কোন মরুতে হারায়েছো সহসা, আল্লা মালিকই জানে।


এমন দিনে সবাই হারালো, এমন করেই জাদু

আমি মরি আর সম্মুখে ভাসে — সবার স্মৃতিই শুধু।


কেহ আর কেহ মনে রাখে কিছু, কারো কারো প্রিয়মুখ 

কারো কারো কেবল চোখেই ভাসে, কারো কারো পোড়ে বুক।


কাহারো হৃদয় কিছুটা মলিন, উষ্ণ কারোর শিতল —

কেউকেউ তো একাই হারায়, কেউ হারিয়েছে যুগল।


নর্দমা হতে নদীর কখনো অখ্যাতি ঘটে যায়;

কারো কারো হৃদয় যত্নে থাকে, কারো মানুষের পা'য়।




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন