কয়েকটি খণ্ডচিত্র | ১. | আকাশ,
তোমার সবাইকে নিয়ে
নিচে নেমে এসো,
জমিন আমাদের সবাইকে নিয়ে
তোমাদের বর্তমানে বেড়াতে যেতে চায়।
| ২. | ছাতা, রেইনকোট
রিকশার হুড, গামবুট;
ছাউনি-
নিজেদের শুকনো রাখতে তৈরি করেছে মানুষ
কার দায়িত্বে কে যে!
একদিন-না-একদিন সবাই বৃষ্টিতে ভেজে।
| ৩. | স্বপ্নের সাম্প্রতিক বরাদ্দ কোটা
কিশোরী তোমার
আষাঢ় ঘন
নগ্নচুলের বৃষ্টি ফোঁটা।
| ৪. | ফুল ছিঁড়ে নিয়ে গেছে কেউ,
এবার আমি বোঁটা ছিঁড়ব
(হাতে না পারলে দাঁতে)
'পাগল' শব্দটা মুখ দিয়ে বের করে
কোথায় পাঠিয়ে দাও?
| ৫. | যে অংশটা উন্মুক্ত রাখো, রাখতেই চাও
সে অংশকে আহ্বান বলে-
আমি আসছি,
আমার দিকে মুখ করে দাঁড়াও-
হাঁটা বসা এবং শোয়ার প্রসঙ্গে
পর্যায়ক্রমে যাওয়া যাবে। |
|
|
|