পাঠশালা — ইমতিয়াজ মাহমুদ

 

পাঠশালা 

ইমতিয়াজ মাহমুদ 

অন্ধকার
ছোট্ট খুপড়ি ঘর। পাশে জামগাছ।
কয়েকটা গরু।
একটা রাখাল।
পাঠশালায় যাই। গ্রামের পাঠশালা। বিদ্যুত নাই।
মাস্টার নাই। আমরা তবু পাঠ করতে যাই।
যিনি ছবি আকাঁন। তিনিই আবার ধর্ম
পড়ান। আমাদের গণিত শেখান।
আমরা তাকে বাতাশ করি।
ছোট্ট খুপড়ি ঘর। পাশে জামগাছ।
কয়েকটা গরু
একটা রাখাল
ঘরে ফেরে
পাঠশালা থেকে আমার আত্মা ফেরে না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন