ছড়াঃ আর কেঁদো না

 

আর কেঁদো না

ছোট বেলায় আমরা সকলের এই কবিতা বা ছড়া গুলি সকলেই পাঠ করেছি। ছোট শিশুদ্রর এই ছড়া গুলি একবার মনে করিয়ে দিলে তারা সব সময় মনে রাখে। খুব ছোট্ট বয়সে বাড়ির বড়োরা এই কবিতা গুলো বাচ্চা দের মুখে মুখে শিখিয়ে দেয়। বাচ্চারা এই কবিতা গুলির শিকে খুব খুশি হয়। তারা আনন্দে নাচতে থাকে। 

আটুল বাঁটুল শ্যামলা শাটুল
শ্যামলা গেল হাটে,
শ্যামলাদের মেয়েগুলি
পথে বসে কাঁদে ।



আর কেঁদো না, আর কেঁদো না,
ছোলা ভাজা দেব,
আবার যদি কাঁদো, তবে -
তুলে আছাড় দেব ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন