মিডল ক্লাস | হাসান রোবায়েতের কবিতা

 মিডল ক্লাস 


ছাতা তুমি হারিয়ে ফেলো, শুধু

বৃষ্টি নামে বাইরে অকস্মাৎ—

হিপোক্রিসি ভরা এ মৌসুমে

পশুর লোমে গড়িয়ে পড়ে রাত—


যাচ্ছে ভেসে রুবাইয়্যাতের শের

মিডল ক্লাসের অহেতু সব ছবি

এইখানে মেঘ নামছে মূহুর্মূহু

তোমার প্রিয় হারানো মসনভি—


এখন তুমি সহজ পাতা, ভেজো

এখন তুমি প্রসঙ্গত লীন

লোকাল বাসের জানলা ভাঙা সিটে

ঝাপটা আসে প্রতিধ্বনিহীন—

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন