ধারদেনা | হাসান রোবায়েতের কবিতা

 ধারদেনা


যে ওয়াক্তেই নামাজে দাঁড়াই না কেন, কত যে কিছু মনে পড়ে তার ইয়ত্তা নাই—এই যেমন গত দুই মাসের বাড়ি ভাড়া বাকি, বাড়িঅলার সামনে পড়লে কী বলবো তাকে! মেঘনার ঢলের মতো আমার সামনে ঝুরঝুর করে বাড়তে থাকে নানান প্রশ্ন—আমার বাড়িঅলা বেশ সজ্জন লোকই বলা যায়—কিন্তু আমি তো ঋণী—সেজদায় কেবল মনে পড়ে কতদিন হলো বাড়িঅলার থেকে পালিয়ে বেড়াই আমি—! অথচ আল্লা গো তোমার কাছেও আমার কত ঋণ কত ধারদেনা মাছের অজস্র ডিমের মতো জমে আছে আমি সেসবের কথা বেমালুম ভুলে যাই—নামাজে দাঁড়ালে তোমাকে দেখার বদলে কেবল দেখতে থাকি কোথায় আমার কত ধার-দেনা-বাকি— 


আল্লা গো, তোমার থেকে পালানোর কোনো কায়দাই শিখি নাই আমি—

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন