লিডারঃ সজল আহমেদ এর কবিতা (১৮+)

 
সজল আহমেদ এর কবিতা
সজল আহমেদ এর কবিতা

লিডার

সজল আহমেদ 

আমি তাকিয়ে দেখেছি চিৎকার করে কারা যেন ডাক দেয়

ওরা নিজের হাতে নিজের পিতার মগজ খুবলে খায়!

ওরা নিজের শিশ্নে নিজের বোনের সম্ভ্রম করে হানি

ঐ লুটেরার দল নিজের ঘরেই চালায় রাহাজানি!


ধর্ষক ওরা কাপুরষ হয়; বিদ্যার নেই বালাই

ওরা লড়াইয়ের মাঠে ভুঁড়িফোড় করে খুন করে নিজভাই!


কেউকেউ তো বিশাল বড় স্বাধীনতার স্তাবক —

আজো পলিটিকসের ঝান্ডাধারী সব শালা প্রতারক।


কেউ আমৃত্যু এই পৃথিবীশালায় মদের বোতল হাতে;

কেউ কাঁপে বসে ভিষণ শীতে কারো সংগ্রাম খাটে!


কারো কারো সাথী সুন্দরী আর কারো সাথী খাটে পতিতা—

কেউ প্রেমিকা রাখে বউয়ের পাশে— বেশ্যার ব্রা'তে সততা।


আমরা শালা কবিতা লিখে ছিড়ে নিয়ে যাব তাগো কান;

আজি বসন্তে দরাজ কণ্ঠে — ক্ষাণকি পারার গান।


আবৃত্তিঃ



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন