ইমরুল হাসান এর বাবুই পাখির জন্য এলিজি

 বাবুই পাখির জন্য এলিজি

ইমরুল হাসান

বাবুই পাখিগুলারে কে মারলো?

বাবুই পাখিগুলারে কেন মারলো?

 

মানুশ’রা কি সব সাইকো হয়া যাইতেছে?

মানুশ না মাইরা মানুশগুলা বাবুই পাখি কেন মারতেছে?

 

বাবুই পাখির সংখ্যা তো দিন দিন কমে যাইতেছে

মানুশ তো এমনিতেই বেশি দেশে,

দশ-বিশ লাখ মানুশ তো মরা দরকার


মানুশ হইতেছে দুনিয়ার ভাইরাস

 

বাবুই পাখি তো বাসা বান্ধে

ধানের খেতের পোকা-মাকড় খায়

পরিবেশ বাঁচায়া রাখে

 

গরিব-অশিক্ষিত মানুশেরা বাবুই পাখি কেন মারে?

সরকার এদেরকে গ্রেফতার করে না কেন?

গুলি কইরা মারে না কেন?

দুই-চাইরটারে মারলেই 

বাবুই পাখিগুলারে বাঁচায়া ফেলতে পারতাম আমরা

 

আচ্ছা, বাবুই পাখিরা কি খালি বাসা-ই বান্ধে,

তৃণলতা মুখে নিয়া খালি উড়ে উড়ে যায়...

নাকি গানও গায়? 

 

আসো, বাবুই পাখিদের জন্য 

সেইফ একটা দুনিয়া বানাই আমরা,

মানুশ কিছু করোনায় মইরা সাফ হইলেই

আমরা এইটা করবো

 

বাবুই পাখি, আমরা সরি!

মানুশ হিসাবে আমাদের অপরাধ তোমরা মাফ কইরা দাও!

 

কিছু মানুশ গুলি কইরা মারা হইছে

আরো কিছু মানুশ করোনায় মরবে

 

এরপরে, সবকিছু যখন কাম অ্যান্ড কোয়াইট হবে

একটা বাবুই পাখির অভয়ারণ্য বানানোর প্রস্তাবও

সংসদে তোলার জন্য নিউজ করবো আমরা

 

একটা ফটো মিউজিয়াম বানাবো আমরা, সুন্দর সুন্দর ফটো দিয়া

একটা বই ছাপাবো আমরা বাবুই পাখির বাসার ম্যাটেরিয়াল দিয়া, বাই-লিঙ্গুয়াল

মানুশ দেখবে, আমরা আসলে এতোটা অ-মানবিক না

 

যারা বাবুই পাখিদের বাসা পুড়ায়া দিছে, খুন করছে

তাদের বিচার বাংলার মাটিতেই হবে


এই যে কবিতা লেইখা গর্ভমেন্টের কাছে

বিচার দিতেছি এখন, তারপরে পত্রিকায় ছাপা হইলে 

বিরাট হই-চই হবে, বিদেশিরাও কথা বলবে 

একটা সোশ্যাল মুভমেন্ট শুরু হয়া যাবে...

 

বাবুই-পাখি, তোমাদের হত্যার প্রতিশোধ আমরা নিবো

 

গরিব-অশিক্ষিত, ছোটলোক, এনভায়রনমেন্ট বুঝে না - এইরকম

মানুশদেরকে মাইরা ফেলা হোক, আমরা কোন কথা বলবো না

তোমাদের মৃত্যু’তে এই শোক পালন করবো আমরা

(কারণ, তোমরা তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং সেক্যুলারও, রাইট?)

 

আর আমাদের দাবি, একটা আইসিও বানানোর টাকা দিয়া

সংসদ ভবনের চিপায় চাপায় 

কয়টা বাবুই পাখির বাসা বানায়া দেয়া হোক!

আজকের দিন’টাকে “বাবুই পাখি দিবস” ঘোষণা করা হোক!

 

মানুশ খুন করা যাবে, 

কিন্তু বাবুই পাখিদেরকে কেন খুন করা হবে?

এর বিচার আজ বাংলার মাটিতেই হোক!

 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন