পৃথিবী
সজল আহমেদ
পৃথিবী একটা আবছা আলোর ভুল বুঝাবুঝির
পৃথিবী একটা পিংক কালারের শাড়ির-
বসতস্থল কিছু পাগল আনাড়ির!
পৃথিবী একটা স্কুল পালানো ছাত্রের বিড়িটানা
পৃথিবী একটা ক্ষাণকি মাগীর আচোদা ছলনা!
পৃথিবী একটা মদের বোতলে ১ ছিপি মদ
পৃথিবী একটা ভাড়া বাড়ির ৩ তলা ছাদ
একটা বিশাল খোলা আসমানে পূর্ণিমার বড় চাঁদ
পৃথিবী কিছু জমিয়ে রাখা বিচ্ছিন্ন অবসাদ।
পৃথিবী একটি বেকার যুবকের কেচে না দেয়া ঘর্মাক্ত জামা,
পৃথিবী একটা সুন্দরী যুবতীর লাল কালারের পায়জামা!
পৃথিবী একটা খুনী মন্ত্রীর খুনের গোপন আস্তানা
পৃথিবী একটা ষোরশি যুবতীর মাসিকের ভিজা ত্যানা।
পৃথিবী একটা বুর্জোয়ার দুনিয়াভি বেহেশতখানা
পৃথিবী একটা প্রলেতারিয়াতের অন্ন-নোঙরখানা।
পৃথিবী একটা চাহিদার ঘর
পৃথিবী একটা সব ভেঙে দেয়া ঝড়।
পৃথিবী কাঁদে রোজই অনেক কাঁদা
পৃথিবীর পথে মৃত্যুর ট্রাপ পাতা!
পৃথিবী হাসরে রোজ অনেকটা হাসা
পৃথিবী একটা কালো কৌতুক বানের জলে ভাসা।
পৃথিবী একটা ভিন্ন সুরে বাজছে তানা না না
পৃথিবী একটা সবুজ আবরণে রুকাইয়া-রুখসানা।
পৃথিবী একটা ভূগোলবীদের ভূ-বিদ্যার কারসাজি
পৃথিবী এক জুয়ারী গোফীর, বৌ খোয়ানোর বাজি!
পৃথিবী একটা আয়নাবাজের ছলছাতুরির চাল
পৃথিবী একটা মর্ষকামীর দাহ্য-দ্রোহী সমকাল।
পৃথিবী একটা পকেট মারের বাম হাতের চাতুরি;
পৃথিবী একটা প্যাকেটে প্যাচানো একপাতা মায়াবড়ি
পৃথিবীর বুকে লক্ষ অযুত ফাল পেরে ওঠে হৃদয়
পৃথিবী কখনো ক্রসফায়ারে বাবা খোয়ানোর ভয়।
পৃথিবী একটা প্রেমিকার দেখা বড় বড় সব স্বপ্ন
পৃথিবী একটা কন্ডমে প্যাঁচানো পুরুষের দৃঢ় শিশ্ন!
পৃথিবী একটা গুন্ডা পিপলের গৎবাঁধা ভন্ডামি
পৃথিবী একটা মাতাল শূয়োরের দিনভর মাতলামি!
পৃথিবী একটা পরমাণু বোমা দূর্বল রাষ্ট্র গ্রাস,
পৃথিবী মানে অহেতুক অযথা আম্রিকার বোমা ত্রাস!
পৃথিবী একজোড়া কাপলের রাতে, মধুর স্বপ্ন বোনা
পৃথিবী মানে পোয়াতি নারীর গর্ভপাতের দিন গোণা।
পৃথিবী একটা বলিষ্ঠ হাতে শিশ্ন চেপে ধরা
মাস্টারবেট শেষে স্পার্ম, চেপেচেপে বের করা ।
পৃথিবী মানে বেকার ছেলের সংসারের ভার নেয়া
পৃথিবী মানে টোকাই রাসেলের একথালা ভাত না পাওয়া।
পৃথিবী মানে প্রেমিকা হারানোর অব্যক্ত যন্ত্রণা
পৃথিবী মানে গার্মেন্টস কর্মী নিগার সুলতানা।
পৃথিবী মানে খুঁজে না পাওয়া সমস্ত ঘটনা
পৃথিবী হলো রঙ্গমঞ্চ, বেশ্যার জীবাণুযুক্ত ভ্যাজাইনা!
২০২২
পৃথিবী চলছে নিজের মতোই বুর্জোয়াদের ঘাঁড়ে
পৃথিবী কখনো সরকার বিরোধী মিছিলে গুলি করে।
কেউ খেয়ে থাকে কেউ না খেয়ে কেউ থাকে রাস্তায়
পৃথিবী এখান বিক্রি হয়ে যায় প্রতিদিন সস্তায়।
কেউ খোঁজে মা, কেউবা বাবা একভাবে দিনগোনা
পৃথিবীর কানে বোমা ফেটেছে — পৃথিবী এখন কানা
পৃথিবী কখনো শূয়রের পালে ছোট শূয়রের ছানা
পৃথিবীর বুকে বুর্জোয়াদের হাজার কোটির দেনা
এখন কেহ নরম মাটিতে ঠাঁয় শুয়ে পরে কাঁদে
পৃথিবী আচমকা ঈশ্বর হাগে বড়লোকদের কাঁধে।