ভুলে যাই | হাসান রোবায়েত

 ভুলে যাই


তারাদের কথা ওঠে—

 

ভুলে যাই

 

একদিন আমারও ছিল বাড়ি

 

ছোট ছোট পলপলা, কাকরোল ফুলের পাশে

আব্বার নামাজ

মাছের অশ্রুত চোখ

 

নির্জন খোশকার গাছ

পাতার ফাঁকে ফাঁকে

পাখির হদিস—

 

ভুলে যাই—

চরের নদীর কাছে হাঁটুপানি 

দুইটা ঘোড়া

একে অপরের দিকে তাকিয়ে ভাবছে দৌড়

 

অনন্ত পাটখেত

মাছের ডিমের মতো ফুটছে তারা—

 

ধুলাচূর্ণের কথা ওঠে—

 

ভুলে যাই

 

একদিন আমারও ছিল বাড়ি

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন