তুলারাশি | হাসান রোবায়েত

তুলারাশি

তুমি কি টিলার ছোট মেয়ে—তুলারাশি

শাসনে রেখেছো হাওয়া আর উপকূল!

অ্যানাস্থেশিয়া ভেসে যায় বুদবুদে

প্রবীণ বাতাসে কেঁপে ওঠে ধুন্দুল—

আমরা শুধুই এপিটাফ পড়ে পড়ে

পাশার ভেতরে খুঁজে গেছি নদীতীর— 

পোড়া ঘাসগুলো চিনিয়ে দিচ্ছে দূর

এইসব কত সাব-অল্টার্ন  ভীড়!

তুমিও বেদের মেয়ে ছিলে এককালে

জোছনা অথবা অন্য যেকোনো নামে! 

হাঙরের ভয়ে নিভে গেছে ভরা চাঁদ

সমুদ্র-শোরে বিপুল মধ্যযামে

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন