ভোর
— হাসান রোবায়েত
যদি মালবাহী কোন ভোর
থামে দূরের জংশনে
তুমি কুরুশকাঁটার শীত
বুনে যাচ্ছ লোকাল ট্রেনে—
ভাবি দূরত্ব এক শকুন
ঠোঁট ঢুকিয়ে কলিজায়
ছিঁড়ে খাচ্ছে অহেতুক
তুমি পাথর পরিণামে—
এই শৈত্যপ্রবাহতে
ঘন কুয়াশা-অঞ্চল
যেন রেললাইনের উপর
পার হচ্ছে ভেড়ার সারি
তুমি বুনছো সোয়েটার
কারো কল্পনারই মাপে
হাওয়া ধারালো খঞ্জর
বেঁধে কালের অভিশাপে—
Tags
হাসান রোবায়েত