মানুষের সঙ্গে মানুষ | ব্রাত্য রাইসুর কবিতা

 

মানুষের সঙ্গে মানুষ

মানুষের সঙ্গে কথা বলতেছে মানুষ
সকল মানুষ
অন্য সকলের মতো
যোগাযোগ করেই চলেছে
অন্য সকলের সাথে
তারা কথা বলে
সে কথার অর্থ থাকে
অর্থ থাকলে পরে সকলে শান্ত থাকে
বলে অর্থ আছে আমাদের এই কথাগুলির
বলে আমি কথার অর্থ বুঝতে পারতেছি আম্মা
ভালো লাগতেছে
তাই আমার অনেক শান্তি
কেন তারা এই রকম বলে
কথার অর্থ কেন শান্তি দেয়
অর্থ না থাকলে এত অশান্তি কেন
কেন অর্থ জন্ম লয়
আর লোকে ভাবতে থাকে
শান্তি অর্থ ভাবনা বিষয়ে পরস্পরের সঙ্গে যোগাযোগ আমাদের
সকালে দুপুরে বিকালে সন্ধ্যায় রাত্রে
রাত দুইটার পরেও হয়
হাতে ফোন যন্ত্র লইয়া কানে দেয় লোকে
মুখ দিয়া কথা বলে
কানে শোনে
এক কানে শোনার পরে আবার অন্য কানে নেয় ফোন
মুখ চেঞ্জ করা তো কঠিন
তাই মুখ চলতে থাকে
তাই কথা বলতে থাকে
কথার উত্তরে কথা বলতে থাকে
বলে অনেক যোগাযোগ হইছে আমাদের
এক বৎসর কথা বলছি আমরা
দুই বৎসর কথা বলছি আমরা
এখন গড আমাদের বিয়া করায় দেও।

১৬/১০/২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন