আয়শারে আমি ন ডরাই — রাতুল মুহাম্মদের কবিতা

 
আয়শারে আমি ন ডরাই — রাতুল মুহাম্মদের কবিতা

আয়শারে আমি ন ডরাই

— রাতুল মোহাম্মদ

হাশরের দিন যখন ফেরেশতারা আমাকে শিকে গেথে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিলো তখন আমি শুনলাম খোদা বললেন 'হে আয়শা তুমি উঠে আসো, তোমার জন্য জান্নাতের সবচে সুন্দর স্থানটি অপেক্ষা করছে'। এ শুনে সব আয়শা একত্রে দাঁড়িয়ে গেলো, খোদা আবার বললেন- 'আমিতো বিবি আয়শাকে ডেকেছি"। তখন অন্য আয়শারা চিৎকার করে বললো আপনিতো কোন আয়শা তা বলেন নি। নিশ্চই আপনি আপনার কথা মতো আমাদের জান্নাতে প্রবেশ করাবেন। খোদা তার কথা রাখতে সব আয়শাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিলেন। আর আমি দেখলাম কোটি কোটি আয়শার সাথে আমার আয়শাও জান্নাতের দিকে সদর্পে এগিয়ে যাচ্ছে। আমি চিৎকার করে খোদাকে বলতে চাইলাম - তুমি জানো না খোদা ও আমার সাথে কি করেছে! তখনই মনে পরলো খোদার আগেইতো আমি ওকে ক্ষমা করে দিয়েছি। আয়শাতো আমার জীবন এমনিই জাহান্নাম করে দিয়ে গেছিল নতুন করে জাহান্নামে আমার কিছু হবে না। ওকে তো ভালবাসি ও অন্তত ভাল থাক! এরপর আমাকে নিক্ষেপ করা হলো জাহান্নামের সেই সেলে যার ওইপারে আয়শার জান্নাত। জান্নাতে আয়শার একমাত্র পুরুষ্কার দশ হাজার হর্স পাওয়ার সমৃদ্ধ কৃত্তিম পুরুষ আর জাহান্নামে আমার একমাত্র শাস্তি অনন্তকাল আয়শার শিৎকার শোনা।


আবৃত্তিঃ সজল আহমেদ 

 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন