ছোটদের ছড়া সংগ্রহ

 

ছোট শিশুদের ছড়া কবিতা আড়ি ভাব 


আড়ি আড়ি আড়ি
যাবো না তোর বাড়ি
বাঁকা আঙ্গুল নাড়ি,
আড়ি আড়ি আড়ি



মুখটা হলো হাঁড়ি,
চোখে জলের কাঁড়ি?
খেলবো বা কার সাথ,
ধরবো বা কার হাত?


আড়িতে নেই লাভ
তোর সাথে মোর ভাব,
ভাব ভাব ভাব ।
আড়ি --সুকুমার রায় 

আড়ি ভাব

 
কিসে কিসে ভাব নেই? ভক্ষক ও ভক্ষ্যে-
বাঘে ছাগে মিল হলে আর নেই রক্ষে।

শেয়ালের সাড়া পেলে  কুকুরেরা তৈরি,
সাপে আর নেউলে ত চিরকাল বৈরি!


আদা আর কাঁচকলা মেলে কোনোদিন সে?
কোকিলের ডাক শুনে কাক জ্বলে হিংসেয়।

তেলে দেওয়া বেগুনের ঝগড়াটা দেখনি?
ছ্যাঁক ছ্যাঁক রাগ যেন খেতে আসে এখনি।

তার চেয়ে বেশি আড়ি আমি পারি কহিতে-
তোমাদের কারো কারো কেতাবের সহিতে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন