উপকথা
শ্রীজাত
সময় যদি সহজে অতিবাহী
আমিও কিছু অতীত সংগ্রাহী।
কাগজে করা মিনের কাজ। মৃত।
তারকাদিন, তমসানন্দিত।
সরল বনে হারানো পথহরিণ
সুনির্জনে সাগর, তুতিকোরিন।
আমাকে দাও নীরব, যত পারো
কপালে যদি না থাকে অভিসারও...
যা কিছু প্রেম, মৃত্যুআত্মীয়
সহমরণ জীবনানন্দীয়।
মেনেও নেবো হননকারিগরে
যেখানে গাছ খুললে ছায়া ঝরে,
আমাকে ডেকো, শেষের তরীখানি
অবশ কোনও অলসমতি প্রাণী
জীবন। তব চরণে অবনতা।
আমরা ডাকি, বৃষ্টি-উপকথা।
Tags
শ্রীজাত