নালিশ : শরৎকুমার মুখোপাধ্যায়

 নালিশ

শরৎকুমার মুখোপাধ্যায়

তখনও ট্রেনের কিছু দেরি আছে দেখে

আমি বিরক্ত হয়েছি।

মিথ্যে এত ছুটোছুটি

রিকশাওলাটার কাছে খুচরো পয়সা নেওয়াই হল না।

তখনও ট্রেনের কিছু দেরি ছিল তাই আমি ‘মাষ্টার মাষ্টার,

নালিশ লেখার খাতা দাও’—

বলে তার আপিসে ঢুকেছি।     

আসলে নালিশ ছিল যথেষ্ট জোরালো

রেলকর্তপক্ষ কিংবা বিধাতা, সমাজ, রাজনীতি

জীবিকা, বন্ধুত্ব-সবকিছুর বিরুদ্ধে ছিল বিষম বিক্ষোভ।

অথচ কলম খুললে হিংসা চলে যায়। মনে হয়

ক্ষতি যা হবার তা-তো হয়ে গেছে

বিশাল খাতাটা পড়ে থাকে—

দেরি করে যে এসেছে, ইচ্ছে করে ভালোবাসি তাকে।


“নালিশ” কবিতাটি নিয়ে জয় গোস্বামীর পর্যালোচনাঃ 





একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন