কুড়ি বছর পরে

 কুড়ি বছর পরে

জীবনানন্দ দাশ

আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা যদি হয়  
 আবার বছর কুড়ি পরে-  
 হয়তো ধানের ছড়ার পাশে  
 কার্তিকের মাসে-  
 তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে- তখন হলুদ নদী  
 নরম নরম শর কাশ হোগলায়- মাঠের ভিতরে!  
  
 অথবা নাইকো ধান ক্ষেতে আর,  
 ব্যস্ততা নাই আর,  
 হাঁসের নীড়ের থেকে খড়  
 পাখির নীড় থেকে খড়  
 ছড়াতেছে; মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল!  
 জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি, কুড়ি, বছরের পার,-  
 তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার!  
 হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে  
 সরু- সরু- কালো কালো ডালপালা মুখে নিয়ে তার,  
 শিরীষের অথবা জামের  
 ঝাউয়ের-আমের,  
 কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে!  
  
 জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি-কুড়ি বছরের পার-  
 তখন আবার যদি দেখা হয় তোমার আমার!  
 তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেচা নামে-  
 বাবলার গলির অন্ধকারে  
 অশথের জানালার ফাকে  
 কোথায় লুকায় আপনাকে!  
 চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে-  
 সোনালি সোনালি চিল- শিশির শিকার করে নিয়ে গেছে তারে-  
 কুড়ি বছর পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে!
  

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন