Pic From pngtree.com |
শুভ জন্মদিন!
সজল আহমেদ
আজকে আমরা কি হলো যে পাখি
চোখ বুজলেই তোমার দু ঠোঁট দেখি !
হৃদয় কেঁপে বাজছে সুখের বীন—
আজকে আকাশ বলছে কেঁপে তোমার জন্মদিন !
যেন রংধনুতে মেলে দিয়েছো পাখা
উগ্রভাবে বইছে পূবের হাওয়া —
আমি শোকর করি খোদার কাছে আজ
লাভ হয়েছে তোমায় কাছে পাওয়া ।
তুমি যেন তীব্র বেগের ঘোড়া ;
বেলকনিতে রোজ রেখে যাও চোখ—
আমার কেমন টান লেগে যায় রথে
ধরফরিয়ে কেঁপে কেঁপে যায় বুক !
আমার কাছে পবিত্রতা তোমার দুটো ঠোঁট
কাটখোট্টা ঘরের কোণে বসে —
ভাবছি তোমার উরুর মাঝের তিল —
যাচ্ছি কেবল আদর জালে ফেঁসে!
নাভীকূপের ভেতর থেকে উঠে
কামপ্রেমেতে অস্বীকৃত যুবক —
ভালোবাসার মানেই বোঝে এই—
দুটো মানুষ একে-আরেকের ধ্রুবক ।
এমন যদি হতো বলো এখন —
বেঁচে আমরা কেবল এই দুজন
আমার ঠোঁটে তোমার দুটো ঠোঁট
আমরা একে অপরের অক্সিজেন ৷
Tags
সজল আহমেদ