আমরা যতবার নানাবাড়ি যেতাম, ততবারই নানী আমাদের রাজহাঁস খাওয়াতেন। ফেরার সময় তিনি হেঁটে হেঁটে আমাদের অনেক দূর এগিয়ে দিতেন। আর শেষমুহূর্তে বলতেন, "পরেরবার তোমরা আমারে আর পাবা না।"
.
কিন্তু প্রত্যেক পরেরবারই নানাবাড়ি গিয়ে আমরা তাকে পেতাম। তিনি আমাদের ফের রাজহাঁস খাওয়াতেন। আর ফেরার সময় হেঁটে হেঁটে আমাদের অনেক দূর এগিয়ে দিতেন। একই ভুল প্রফেসি আবার একই ভঙ্গিতে করতেন।
.
তারপর একদিন তাঁর ভবিষ্যদ্বাণী সঠিক হয়। আমি তখন নওগাঁতে। অত দূর থেকে এসে তাঁর জানাজা পাওয়া যাবে না, জেনেও, আমি রওয়ানা হয়েছিলাম।
.
পুরো পথেই মনে হচ্ছিলো, এবারও তিনি আমাদের রাজহাঁস খাওয়াবেন। ফেরার সময় হেঁটে হেঁটে আমাদের অনেক দূর এগিয়ে দেবেন। আর শেষমুহূর্তে বলবেন, "পরেরবার তোমরা আমারে আর পাবা না।"
.
১০/০২/২১
Tags
ইমতিয়াজ মাহমুদ