মিথ্যাবাদী মা - আদিত্য অনীক

 

মিথ্যাবাদী মা
আদিত্য অনীক

এতটা দিন পেরিয়ে আজও মায়ের জন্য কাঁদি,
কারণ আমার মা যে ছিল ভিষণ মিথ্যাবাদী।
বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা,
সেদিন থেকে বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা।
মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে,
লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে।
তারায় তারায় বাবা খুঁজি তারার ছড়াছড়ি,
আমার মায়ের মিথ্যা বলার প্রথম হাতে খড়ি।
পাড়া-পড়সি বলতো এসে এ বয়সে রাঢ়ি,
একা একা এতটা পথ কেমনে দিবে পাড়ি।
ভালো একটা ছেলে দেখে বিয়ে কর আবার,
মা বলতো ওসব শুনে ঘৃণ্যা লাগে আমার।
একা কোথায় খোকন আছে বিয়ের কি দরকার,
ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার।
রাত্রি জাগে সেলাই মেশিনে চোখের কোণে কালি,
নতুন জামায় ঘর ভরে যায় মায়ের জামায় তালি।
ঢুলুঢুলু ঘুমের চোখে সুই ফোটে মার হাতে,
আমি বলি-শোওতো এবার কি কাজ এত রাতে।
মা বলতো ঘুম আসে না শুয়ে কি লাভ বল,
ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল।
স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে,
আমার জন্য দাঁড়ান মা কড়া রোদের তাপে।
ঘামে মায়ের দম ফেটে যায় দুচোখ ভরা ঝিম,
ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম।
মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম ‘একটু নাও’
মলিন হেসে মা বলতো ‘খাও তো বাবা খাও’।
আমার আবার গলা ব্যাথা ঠান্ডা খাওয়া মানা
ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যাপনা।
বড় হয়ে চাকুরি নিয়ে শহর বড় শহর আসি,
টুকটুকে বৌ ঘরে আমার বৌকে ভালোবাসি।
নিয়ন বাতির ঢাকা শহর আলোয় ঝলমলো,
মা-কে বলি গঞ্জ ছেড়ে এবার ঢাকায় চলো।
মা বলতো এইতো ভালো খোলামেলা হাওয়া,
কেন আবার তোদের ঐ ভিড়ের মধ্যে যাওয়া।
বন্ধ ঘরে থাকলে আমার হাঁপানি ভাব হয়,
ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয়।
তারপর আমি আরো বড় স্টেটেসর অধিবাসী,
বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ সুনাম রাশি রাশি।
দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই,
মায়ের খবর নিব এমন সময় কমই পাই।
মা বিছানায় একলা পরা খবর এল শেষে,
এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নেই দেশে।
উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ,
পায়ে পড়ে বলি মাকে এবার ফিরাও মত।
একা একা গঞ্জে পড়ে কি সুখ তোমার বল,
আমার সঙ্গে এবার তুমি আমেরিকা চল।
এসব অসুখ আমেরিকায় কোন ব্যাপার নয়,
সাত দিনের চিকিৎসাতে সমূল নিরাময়।
কস্ট-হাসি মুখে এনে বললো আমার মা,
প্লেনে আমার চড়া বারণ তুই কি জানিস না।
আমার কিছু হয়নি তেমন ভাবছিস অযথা,
ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যা কথা।
কদিন পরেই মারা গেল নিঠুর মিথ্যাবাদী,
মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি।



Liar Mother

Aditya Anik

Even after so many days, I still cry for my mother.
Because my mother was a liar.
The day my father died we were alone,
Mother's forehead lines have turned since that day.
Mother used to say that father is in the crowd of stars.
I study if it comes down to me.
Looking for a father in the stars,
First hand chalk to my mother's lies.
Neighbors used to say that Rathi came at this age,
How can you go this far alone?
See a good boy and get married again.
My mother used to say that I hate to hear that.
What is the need for marriage, where is the child alone?
That was my mother's biggest lie.
Waking up at night with sewing machine ink in the corner of the eye,
Mother's clothes filled the house with new clothes.
In the eyes of loose sleep, the needle bursts into the hands of the mother,
I say - what are you doing so late at night?
Mother used to say that I can't sleep, what's the use of sleeping?
That was my mother's trick of lying.
The carriage coming from the school is under the pressure of the horse,
Stand for me mother in the hot sun.
Mother's breath bursts with sweat, eyes full of cold,
He used to open the vanity bag and give me ice cream.
I used to hold it towards my mother and say 'take some'.
With a dirty smile, mother used to say "eat, father, eat".
I again have a sore throat and cold food
That was my mother's blatant lie.
I grew up and came to a big city with a job.
I love my daughter-in-law at home.
The city of Dhaka shines with neon lights,
I told my mother to leave Ganj and go to Dhaka.
Mother used to say that this is a good open air.
Why go into that crowd again?
I get asthma when I am in a closed room.
That was my mother's false act.
Then I am a resident of a larger state,
World Bank expert Sunam Rashi Rashi.
I have no end of work in a responsible position,
I rarely get time to check on my mother.
At the end, the news came that the mother was alone in bed.
There is a disease that has no treatment in the country.
I flew a long way to my mother,
I fell on my feet and said to my mother, come back now.
Tell me what is the happiness of being alone in the countryside,
Come with me to America now.
These diseases don't matter in America.
Radical cure in seven days treatment.
My mother said with a smile on her face.
Don't you know that I'm not allowed to board the plane?
It's useless to think that nothing happened to me.
That was my mother's last lie.
A few days later, the inveterate liar died.
Even today I cry for lying mother.

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন