আল-কুদস্

 আল-কুদস্

— হাসান রোবায়েত

অলিভের বনে ওড়ে সন্তাপ 

কুদসের অধিকার

রক্তের নিচে গড়াচ্ছে কেউ

অজস্র সালফার—  


ভীষণ ইহুদি যাও অবিরহে 

খঞ্জর-লীলাভূত

পোড়ে দুপুরের জামরুলবন 

কতদূর অশ্রুত—


কারা ওই পারে চাটছে খনিজ 

ইয়াজুজ মা'জুজ—?

মেঘে বিদ্যুৎ সাঁতরে বেড়ায় 

তাক করা কার্তুজ—


এখানে মরণ অলিভ পাতায় 

ভরা স্বেদ-জোছনা

ছায়াপথ ধরে কাঁপে তারাধূলি:

আস্-মাউল হুসনা—

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন